সৌদি ভ্রমণে ১১ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

১১টি দেশ থেকে আসা যাত্রীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। তবে সৌদি আরবে প্রবেশের পর বাধ্যতামূলকভাবে যাত্রীদের কোয়ারেন্টিনের নিয়ম মেনে চলতে হবে।

আজ শনিবার সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির অভ্যন্তরীন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসপিএ জানায়, রোববার থেকে ওই ১১টি দেশের ভ্রমণকারীরা সৌদিতে প্রবেশ করতে পারবেন। দেশগুলো হলো–সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, যুক্তরাজ্য, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান।

Travelion – Mobile

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এর আগে এই দেশ গুলোসহ বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি আরব।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!