সৌদি আরবে করোনারোধে অ্যাপ ব্যবহার

সৌদি আরবে করোনারোধে অ্যাপের সাহায্যে ব্যবহারকারীকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করবে অ্যাপ। সৌদি সরকার অনুমোদিত ‘তাওয়াক্কালনা’ অ্যাপটি এখন থেকে ব্যবহারকারীসহ অন্যদেরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পাওয়া যাবে।

সৌদি আরবের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মুহাম্মাদ আল আবদআল আলি। গত এপ্রিল মাসে করোনার ঝুঁকিতে পড়া বা আক্রান্তদের চিহ্নিত করতে অ্যাপটির ব্যবহার শুরু করে সৌদি সরকার।

আরও পড়তে পারেন : করোনা-ভ্যাকসিন সরবরাহে লাগবে ৮ হাজার বড় উড়োজাহাজ!

Travelion – Mobile

গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়েল মুখপাত্র ডা. মুহাম্মাদ আল আবদ আল আলি ঘোষণা দেন যে এখন থেকে অ্যাপটি করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে ব্যবহারকারীকে সতর্ক করবে।

আারব নিউজ জানিয়েছে, বর্তমানের অ্যাপটির নিয়ম অনুযায়ী ৫০ জনের অধিক জনসমাগম হলে ব্যবহারকারীকে সকর্ত সংকেত দেবে। তাছাড়া যেকোনো অনুষ্ঠান বা জনসমাগমে উপস্থিত লোকদের স্বাস্থ্য বিষয়ক সেবাও নিশ্চিত করবে অ্যাপটি।

আরও পড়তে পারেন: ইরানে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলল

স্বাস্থ্য মন্ত্রণালয়েল মুখপাত্র ডা. আল আলি বলেন, সৌদিতে গতকাল বুধবার করোনায় নতুনকরে আক্রান্ত হন ৭৭৫ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩২ লাখ তিন হাজার ১২জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯ লাখ ৮৯ হাজার ৬৬ জন। বর্তমানে করোনায় আক্রান্ত আছেন ১৯ হাজার ৮৮১ জন। এদের মধ্যে এক হাজার ৩৮৬জনের অবস্থা আশঙ্কাজনক।

রাষ্ট্রদূতের সঙ্গে আলাপন : সমসাময়িক বিষয়-ড. মো. নজরুল ইসলাম- বাংলাদেশ রাষ্ট্রদূত বাহরাইন

রাষ্ট্রদূতের সঙ্গে আলাপন : সমসাময়িক বিষয়ড. মো. নজরুল ইসলাম- বাংলাদেশ রাষ্ট্রদূত বাহরাইন ২১ আগস্ট, শুক্রবার – বাহরাইন : বিকাল ৪ টা___বাংলাদেশ : সন্ধ্যা ৭ টা অতিথি আলোচকশাফকাত আনোয়ার-চেয়ারম্যান,বাংলাদেশ স্কুল ও ডেপুটি সিইও-আহলি ইউনাইটেড ব্যাংকজহিরউদ্দিন বাবর-সভাপতি, বাংলাদেশ সমাজ, বাহরাইনমোহাম্মদ শফি উদ্দিন, সিআইপি, প্রবাসী ব্যবসায়িক ব্যক্তিত্ব ও জিএম-প্যাসিফিক গ্রুপইঞ্জিনিয়ার আসিফ আহমেদ, সাধারণ সম্পাদক-বাংলাদেশ সোসাইটি, আই টি কনসালটেন্ট, আলময়য়েড ইন্টা. গ্রুপবশির আহমেদ-সভাপতি, বাংলাদশে সাংবাদিক ফোরামপরিকল্পনা ও গ্রন্থণা : এজাজ মাহমুদসঞ্চালনায় : আহমেদ তোফায়েলসমন্বয়ক : ওমর ফারুক হিমেল

Posted by AkashJatra on Friday, August 21, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!