সৌদি আরবে করোনাভাইরাসে ২ বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে সৌদি আরবে যে ১০ জন মারা গেছেন তার মধ্যে ২ জন বাংলাদেশিও রয়েছেন নিশ্চিত করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।

কনস্যুলেট থেকে পরিচয় নিশ্চিত করা ওই দুই বাংলাদেশি হলেন ডা. মোহাম্মদ আফাক হোসেন মোল্লা ও কোরবান আলী।

রা দু’জনই মদিনায় কর্মরত ছিলেন। এর মধ্যে আফাক হোসেন নড়াইল জেলার মো. আমজাদ হোসেনের ছেলে ও কোরবান আলী ঢাকা জেলার সাভার উপজেলার নগরকান্দার রেজাউল করিমের ছেলে।

Travelion – Mobile

মঙ্গলবার সকালে মারা যান প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. আফাক হোসেন। তিনি প্রায় দুই দশক ধরে মদিনায় সাফা আল-মদিনা ক্লিনিকে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক ছাত্র। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি।

এর আগে গত ২৪ মার্চ মদিনার আল জাহরা হাসপাতালে মারা যান।

সংশ্লিষ্ট হাসপাতাল থেকে এ বিষয়ে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটকে জানানো হয়। তবে তাদের কোনো আত্মীয়-স্বজন এখন পর্যন্ত জেদ্দা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেনি।

এ বিষয়ে বিস্তারিত জানিয়ে জেদ্দা কনস্যুলেট উইং একটি চিঠি পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে।

চিঠিতে বলা হয়, পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য, হাসপাতাল কর্তৃপক্ষ সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে। বাংলাদেশ কনস্যুলেট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!