সৌদিতে বিনামূল্যে রি-এন্ট্রি ভিসা সুবিধা বাড়ালো আরও একমাস

সৌদি,রি-এন্ট্রি ভিসা, বিনামূল্যে

প্রবাসীদের জন্য বিনামূল্যে ইকামা (বসবাসের অনুমতি) সুবিধার মেয়াদ আরও একমাস বাড়িয়েছে সৌদি আরব।

গত সোমবার এ ঘোষণা দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াযাত)। সেখানে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে বিদেশে আটকে পড়া প্রবাসীদের জন্য রি-এন্ট্রি ভিসার মেয়াদ একমাস বাড়ানো হয়েছে। তারা বিনামূল্যেই পাবেন এ সুবিধা।

মহামারিতে সীমান্ত বন্ধ করে দেয়ায় সৌদিতে আটকে পড়া যেসব প্রবাসীর এক্সিট বা এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদেরও বিনামূল্যে এ সুবিধা দেয়া হবে।

Travelion – Mobile

এছাড়া, বিদেশে আটকে পড়া যেসব সৌদি নাগরিকের ইকামার মেয়াদ শেষ হয়েছে এবং করোনা নিষেধাজ্ঞার কারণে দেশে ফিরতে পারছেন না, তারাও মাসব্যাপী বিনামূল্যে এ সেবা পাবেন।

আগের খবর :
জেদ্দা থেকে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট ১৫ সেপ্টেম্বর

জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সম্ভাবনা

জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সম্ভাবনা৭ সেপ্টেম্বর, সোমবার : জার্মানি : সন্ধ্যা ৭.০০, বাংলাদেশ : রাত ১১.০০সঞ্চালনায় : আহমেদ তোফায়েলসমন্বয় : আবদুল্লাহ আল নোমান, পিএইচ.ডি গবেষক, ব্রেম্যান ইউনিভার্সিটি আলোচকআকিল হোসাইন, পিএইচ.ডি গবেষক, ব্রেম্যান ইউনিভার্সিটিশাহজাদা তালুকদার মাসুম, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ই বে জার্মানিতৌসিফ বিন আলম, গবেষক, টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিখ

Posted by AkashJatra on Monday, September 7, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!