সৌদিতে ওমরাহ শেষে ফেরার পথে ৩ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবে মরু ঝড়ের কবলে পড়ে সড়ক দূঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে স্বামী-স্ত্রীসহ তিন বাংলাদেশি । মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

নিহতরা হলেন- চট্টগ্রামের ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডের আমিন হাজী রোড চাকতাই-এর বাসিন্দা মরহুম মহসিন আহম্মেদের ছেলে মো. রায়হান আহম্মেদ (৪৪), রায়হনের স্ত্রী নাদিয়া সুলতানা নিশি (৩৫) এবং রায়হানের বড় ভাইয়ের মেয়ে তাহসিনা।

নিহত রায়হান আহম্মেদ সৌদি আরবের আল আনসার হোটেল গ্রুপে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

Travelion – Mobile

জানা গেছে, সোমবার স্থানীয় সময় বিকাল ৫টায় মদিনার ৭০ কিলোমিটার দূরে মহাসড়কে রায়হান আহম্মেদের গাড়িটি ঝড়ের কবলে পড়ে। এতে গাড়িটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন তিনজন।

গাড়িতে থাকা বাকি দুজন- রায়হানের ছেলে ও বন্ধু ইকবালকে আহত অবস্থায় মদিনার আল-দার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ বর্তমানে মদিনার জার্মান হাসপাতালের হিম ঘরে রাখা আছে। অন্যদিকে আহত দুইজন আশংকামুক্ত রয়েছেন বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার।

নিহত রায়হান আহম্মেদের পরিবার এবং তার বড় ভাই মিজান আহমেদের পরিবার ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে সৌদি আরব সফরে এসেছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!