সৌদি আরবে মামাতো ভাই ও শ্যালকের হাতে খুন এক প্রবাসী

কথা কাটাকাটির জের ধরে সৌদি আরবে খুন হয়েছে এক প্রবাসী বাংলাদেশি। তার নাম জুনেদ আহমেদ (৩৫)। বাসা থেকে ডেকে নিয়ে খুন করে তারই মামাতো ভাই ও শ্যালক।

২৮ অক্টোবর নাজরান শহরের এ খুনের ঘটনায় তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। নিহত জুনেদ সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দী গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।

জানা গেছে, রাত ১টার দিকে নিজ বাসা থেকে পার্শ্ববর্তী বাসায় থাকা তার আপন মামাতো ভাই ও শ্যালকসহ তিনজন মিলে জুনেদ আহমেদকে বাইরে ডেকে নিয়ে যায়।

Travelion – Mobile

এরপর হাতাহাতি ও মারধর করার একপর্যায়ে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে জুনায়েদ মারা যান। ঘটনার পরপরই ঘাতক তিন বাংলাদেশিকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।

নিহতের পরিবার জানায়, দীর্ঘ ২০ বছর ধরে সৌদি আরবে বসবাস করে আসছিলেন তিনি। দেশে স্ত্রী ছাড়াও জুনেদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঘাতক মামাতো ভাই ও শ্যালক (চাচা শ্বশুরের ছেলে) কে নিজেই সৌদি আরবে নিয়ে গিয়েছিলেন জুনেদ আহমেদ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!