সৈয়দপুর রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট বাতিল

ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। করোনাভাইরাস আতংকে যাত্রী কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।

আজ রোববার (১৫ মার্চ) থেকে ওই রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে। ২০ মার্চ পর্যন্ত এ অবস্থা থাকবে।

এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুশান্ত দত্ত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে। ২০ মার্চের পর ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Travelion – Mobile

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনা বন্ধ হলেও সৈয়দপুর-ঢাকা রুটে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইনস তাদের সব কটি ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে।

বিমান সংস্থা দুটি সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ৫টি করে ফ্লাইট পরিচালনা করছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!