সেন্ট মার্টিনের দুই রিসোর্টকে ৬০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের টেকনাফে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ সংকটাপন্ন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় দুটি রিসোর্টের মালিকপক্ষকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় দ্বীপে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক।

অভিযানের বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, অভিযানে সেন্ট মার্টিনের পশ্চিম সৈকতসংলগ্ন হোটেল অবকাশের পাশে একটি অর্ধনির্মিত রিসোর্টের মালামাল জব্দ করা হয়েছে। রিসোর্টের সোলার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

Travelion – Mobile

পূর্ব সৈকতের একটি জমিতে সীমানাপ্রাচীরের কাজ চলছিল। সে কাজে প্রবাল কেটে ব্যবহার করার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।

এখানে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা-২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া কিংশুক ইকো বিচ রিসোর্টের পয়োনিষ্কাশনের লাইন সমুদ্রের দিকে বের করে দেওয়ার প্রমাণ পাওয়ায় মালিকপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!