সুদানে উড়োজাহাজ বিধ্বস্তে দুই পাইলটসহ নিহত ১০

দক্ষিণ সুদানের জংলাই রাজ্যে মঙ্গলবার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই পাইলটও রয়েছেন।

আজ বুধবার এএফপির কাছে পাঠানো এক বিবৃতিতে গভর্নর ডিনে জোক চাগোর বলেন, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটের দিকে পিরি এয়ারস্ট্রিপে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। আর এটি ছিল বড় দুঃখের ও ভয়ঙ্কর খবর।

এ ঘটনায় মৃতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

Travelion – Mobile

পিরি আরিস্ট্রিপের দূগর্ম প্রকৃতি এবং সেখানে মোবাইল কভারেজের অভাবের কারণে মানে দুর্ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া সম্ভব হয়নি। জানা গেছে, এল -৪১০ উড়োজাহাজটি দক্ষিণ সুদানের সুপ্রিম এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট ছিল।

এটি ছিল এই বিমানসংস্থাটির দ্বিতীয় কোনো দুর্ঘটনা। এর আগে ২০১৭ সালে এই এয়ারলাইন্সের (দক্ষিণ সুদান এয়ারলাইনস) একটি উড়োজাহাজে আগুন ধরে গেলে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। তবে ওই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

২০১৭ সালে দক্ষিণ সুদান এয়ারলাইনস কার্যক্রম বন্ধ করে দিয়েছিল, তবে তখন থেকে দক্ষিণ সুদান সুপ্রিম এয়ারলাইন্সের নামে পুনরায় চালু হয়েছে। এটি এএন-২৬ এবং এল-৪১০ উভয় ধরনের উড়োজাহাজ ব্যবহার করে।

পিয়েরি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!