সিডনির ‘ওমেন্স কাউন্সিল’ রোধ করবে পারিবারিক সহিংসতা

‘এখনই সহিংসতা বন্ধ করুন’ এই স্লোগান নিয়ে ‘সিডনিতে আত্মপ্রকাশ হলো নতুন সংগঠন ‘ওমেন্স কাউন্সিল অস্ট্রেলিয়া ইনক’। পারিবারিক সহিংসতা রোধের লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী একদল সচেতন ও উদ্যমী বাংলাদেশি নারী ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিডনির একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে নতুন সংগঠনের ঘোষনা দেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নব গঠিত ‘ওমেন্স কাউন্সিল অস্ট্রেলিয়া ইনক’ এর উদ্যােক্তা তিশা তাসনিম তানিয়া, এলিজ জারা টুম্পা, নাসরিন নাহার, সাজেদা আক্তার, পপি কবির ও তাম্মি পারভেজ।

Travelion – Mobile

সংবাদ সম্মেলনে সংগঠনের উদ্দেশ্য, আদর্শ, ভবিষ্যৎ কর্মপন্থা ও বিভিন্ন মেয়াদী কর্মসূচি তুলে ধরা হয়। নেতৃবৃন্দ বলেন, ওমেন্স কাউন্সিল-এর মাধ্যমে প্রবাসী কমিউনিটিতে পারিবারিক সহিংসতা অধিকাংশ ক্ষেত্রে রোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আমরা আশাবাদী।’

এই সংগঠনটি পারিবারিক সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নারী ও জনকল্যাণমূলক কাজও করে যাবে বলে জানান তারা।

[প্রিয় পাঠক, আকাশযাত্রা প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটির নানান খবর, সংগঠনের খবর, ভ্রমণ, আড্ডা,আনন্দ-বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। লেখা ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়]

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!