সিডনিতে “সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের উদ্যোগ

সাংবাদিকদের সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের উদ্যোগে ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ ( Bangladesh: A Country of Social and Religious Liberalism) শীর্ষক সেমিনারের আয়োজন করা হয় ৷

স্থানীয় সময় রবিবার (৭ নভেম্বর) সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে আয়োজিত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন দেশটির লেবার পার্টির এমপি স্টিভ ক্যাম্পার ও এমপি আনুলাক চান্ডিভং ৷

স্টিভ ক্যম্পার তাঁর বক্তব্যে বাংলাদেশের মানুষের প্রশংসা করে অসাম্প্রদায়িক বাংলাদেশ কম্যুনিটির বিকাশের সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং এ ব্যাপারে বাংলাদেশ ও তার সরকারকে যাবতীয় সহযোগিতায় অস্ট্রেলিয়া পাশে থাকবে বলে জানান।

Travelion – Mobile

বাংলাদেশ থেকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন,’আওয়ামী লীগ সরকারের সম্পূর্ণ সদিচ্ছা আছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে৷ প্রতিটি ঘটনায় সরকারের উচ্চপর্যায়ের নেতারা সেখানে গেছেন৷ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে’৷

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাব আয়োজিত 'সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ' শীর্ষক সেমিনারে বক্তারা
অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাব আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তারা

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা গামা আবদুল কাদির বলেন, অবৈধ সরকার এরশাদের সময়কার অবৈধ সংসদে করা ধর্মীয় সংশোধনী সংবিধান থেকে অবৈধ ঘোষনা করতে হবে এবং সুপ্রীম কোর্টের রায় মোতাবেকই এটি করা যায়।

তিনি জিয়াউর রহমান ও এরশাদের করা সকল সংশোধনী বাতিল করার জন্য ধর্মপ্রতির মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান৷

সংগঠনের সদস্য ইঞ্জিনিয়ার আল নোমান শামীমের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়া প্রেস এন্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক ইউসুফ টুটুল, আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিলটন, সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল আলম ও ড. তুষার দাশ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল্ তাকুলদার এবং পল মধু। ৷

বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, কোনো এজেন্ডা নিয়ে নয়, এই সংকট সমাধানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে৷

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাব আয়োজিত 'সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ' শীর্ষক সেমিনারে  অতিথিরা
অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাব আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অতিথিরা

সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শফিউর রহমান৷ ভার্চুয়ালি যুক্ত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, অস্ট্রেলিয়া আওয়ামী মহিলা লীগের সভাপতি সেলিমা বেগম৷

সেমিনারের মূল প্রস্তাবনা হিসেবে তিনটি বিষয় উঠে আসে, যা বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে প্রস্তাব করা হয়। তা হলো, ১। ধর্মীয় অসহিষ্ণুতার কারনে ঘটা অপরাধের শাস্তি,২। অবৈধ এরশাদ সরকারের অবৈধ সংসদে পাশ করা রাস্ট্রধর্ম অধ্যাদেশ বাতিল, ৩। শিক্ষা ব্যবস্থা পুরোপুরি অসাম্প্রদায়িক করা।

ব্রান্ডিং বাংলাদেশ, অষ্ট্রেলিয়ার সহায়তায় সর্বধর্মীয় এই সেমিনারে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আবু রেজা আরেফিন, কম্যুনিটির সিনিয়র নেতা আব্দুল জলিল, এমদাদ হক, আসলাম মোল্লা, সাংবাদিক আকাশ দে, মিজানুর রহমান সুমন, মোঃ জাহাঙ্গীর, অন্নপূর্না দে, ড. বিপ্লব সাহা, দিবাকর সমাদ্দার, সাদ্দাম হোসেনসহ অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের সদস্য ও বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠকরা।

অস্ট্রেলিয়ার আরও খবর
জলবায়ু স্থিতিস্থাপকতা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তায় আগ্রহী অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়াপ্রবাসী জাহাঙ্গীর আলম পেলেন সফল উদ্যোক্তার স্বীকৃতি
অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণের ইংরেজি সংকলনের প্রকাশনা উৎসব
অস্ট্রেলিয়ার মসজিদে ১২৭ বছরের প্রাচীন বাংলা পুঁথি
জেল হত্যা দিবসে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ওয়েবিনার
বিশ্বের জন্য দুয়ার খুলে দিল অস্ট্রেলিয়া

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!