সাংসদ পাপুলের বিরুদ্ধে মানবপাচারে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা হবে : ওবায়দুল কাদের

তদন্তের অনুরোধ জানানো হবে দুদককেও

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে কুয়েতে মানব পাচারের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনকেও তদন্তের অনুরোধ জানানো হবে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শহীদ ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Travelion – Mobile

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে দৈনিক আল কাবাস, এমবিএস নিউজ ও আরব টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ওই মানব পাচারকারীদের ধরতে অভিযান শুরু হওয়ার আগ মুহূর্তে তিনি পালিয়েছেন।

কুয়েতি গণমাধ্যমে বাংলাদেশিদের নাম উল্লেখ না করে বলা হয়, তাদের একজন বাংলাদেশের সংসদ সদস্য। তার স্ত্রীও সংসদ সদস্য।

কুয়েতে মানব ও অর্থ পাচার অভিযোগ লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে
কুয়েতে মানব ও অর্থ পাচার অভিযোগ লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে

কুয়েত সিআইডির দাবি, অন্তত ২০ হাজার মানুষকে কুয়েতে পাচার করে চক্রটি এক হাজার ৪০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের একজন সংসদ সদস্যের কুয়েতে মানবপাচার সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ‘ফেক নিউজ’ হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘আমরা শুনেছি এটা ফেক নিউজ। আমাদের কাছে এ ধরনের কোনও তথ্য নেই। আমাদের মিশন ওখান থেকে কোনও খবর দেয়নি। আমরা এখনও জানি না। এটা বোধহয় কোনও একটা পত্রিকায় বের হয়েছিল এবং পরবর্তীতে ওই পত্রিকাই বলেছে এর সত্যতা সম্পর্কে সন্দেহ আছে।’

আগের খবর

কুয়েত থেকে পালিয়েছেন বাংলাদেশি সাংসদ!

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!