শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫০ কেজি ওজনের পরিত্যক্ত একটি বোমা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে বিমানবন্দরের নির্মাণাধীন ‍তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় থেকে বিশালাকৃতির পরিত্যক্ত বোমাটি উদ্ধার করা হয়। এটি অনেকটা সিলিন্ডারের মতো দেখতে।

বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের পাইলিংয়ের সময় মাটির প্রায় তিন মিটার গভীর থেকে ২৫০ কেজি ওজনের বোমাটি উদ্ধার করা হয়।

Travelion – Mobile

সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। এটি পরে ময়মনসিংহ মুক্তাগাছার বিমানঘাঁটিতে নিয়ে নিষ্ক্রিয় করা হবে বলে জানা গেছে।

উদ্ভূত পরিস্থিতে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে টার্মিনালে কর্মরত কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!