শাহজালাল বিমানবন্দরে দেড় হাজার ইয়াবাসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় হাজার পিস ইয়াবাসহ অভ্যন্তরীণ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

শুক্রবার রাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে মিল্টন ভুঁইয়া (২২) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Travelion – Mobile

শুক্রবার রাতে মিল্টন ভুঁইয়াকে (২২) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার সন্নিকটে গাড়ি পার্কিং এলাকা থেকে আটক করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। তল্লাশি করে আটক মিল্টন ভূঁইয়ার কাছ ১ হাজার ৪৪০ পিস ইয়াবা পাওয়া যায়। ৫০ পিস ইয়াবার বিনিময়ে সে এই ইয়াবা বহন করে বলে স্বীকার করেছে।

আটক মিল্টন ভুঁইয়া গাজীপুর জেলার কাপাসিয়া থানার কড়িহাতা গ্রামের সফিকুল ইসলামের পুত্র। আটক ইয়াবার বাজার মূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে মিল্টন জানিয়েছে নভোএয়ার যোগে কক্সবাজার থেকে এই ইয়াবা নিয়ে ঢাকায় আসে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!