শান্তি ও উন্নয়নে জাতিসংঘ পুলিশের পাশে থাকবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকসই শান্তি ও উন্নয়নে জাতিসংঘ পুলিশের যে কোনো উদ্যোগে ভূমিকা রাখতে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,বৃহস্পতিবার জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন উপলক্ষে আয়োজিত ‘জাতিসংঘ পুলিশ এর অংশগ্রহণে টেকসই শান্তি ও উন্নয়ন’ শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিরাপত্তা ও উন্নয়ন ‘পরস্পরের ওপর নির্ভরশীল’ মন্তব্য করে তিনি বলেন, “উন্নয়ন কর্মকাণ্ডের সুবিধায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমকে একটি ভারসাম্যপূর্ণ এবং সুসংহত দৃষ্টিভঙ্গির মাধ্যমে এগিয়ে নিতে হবে।“

Travelion – Mobile

সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে মৌলিক সেবা দেওয়া, অর্থনৈতিক সুযোগ তৈরি করা এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকারি সক্ষমতা বৃদ্ধির জন্য জাতিসংঘকে সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “জাতিসংঘ পুলিশ, সংস্থার কান্ট্রি টিম সংস্থা, জাতীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার মধ্যে একটি সুসংহত ও সমন্বিত ব্যবস্থাপনা প্রয়োজন।“

ইউএন উইমেন এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর অনিতা ভাটিয়ার সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল
ইউএন উইমেন এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর অনিতা ভাটিয়ার সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল

জাতিসংঘের মাঠ পর্যায়ের শান্তিরক্ষা বাহিনীতে আরও বেশি নারী পুলিশ মোতায়েন এবং জ্যেষ্ঠ পদে নারী পুলিশ কর্মকর্তার সংখ্যা বৃদ্ধির প্রচেষ্টার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই লক্ষ্যকে এগিয়ে নিতে দক্ষ নারী পুলিশ কর্মকর্তা এবং সুসজ্জিত পুলিশ ইউনিটগুলোতে অবদান রাখতে বাংলাদেশ পুলিশের প্রস্তুতির কথা তিনি তুলে ধরেন।

আরও পড়তে পারেন : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পেছনে ‘ভাড়াটে লবিস্ট’: আইজিপি বেনজীর আহমেদ

আসাদুজ্জমান খান কামাল শান্তিরক্ষা কার্যক্রমে পরিবেশগত ঝুঁকি কমাতে নবায়নযোগ্য শক্তি এবং প্রাকৃতিক আঁশভিত্তিক পণ্য ব্যবহারের ওপর জোর দেন।

তিনি বলেন, “শন্তিরক্ষী মোতায়েন আছে এমন দেশগুলোতে এই পদক্ষেপ টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।“

পুলিশ প্রধানদের সম্মেলন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে ছিলেন জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার বিকেলে ইউএন উইমেন এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর অনিতা ভাটিয়ার সঙ্গেও বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!