লেবানন থেকে ফিরছে আরো ৪৩২ বাংলাদেশি

করোনায় দীর্ঘ মেয়াদী লকডাউন, রাজনৈতিক অস্থিরতা ও ডলারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারনে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় শুক্রবার লেবানন থেকে ৯ম ধাপে নিজ দেশে ফিরছে আরো ৪৩২ বাংলাদেশি।

বৃহস্পতিবার বৈরুতের ক্লাসিকো ষ্টেডিয়ামে তাদের সবার হাতে বিমান টিকেট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এসময় বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

১২ মার্চ শুক্রবার রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রওনা দিয়ে শনিবার সকালে তারা বাংলাদেশে পৌঁছবে বলে জানায় দূতাবাস। অভিবাসীরা জেল জরিমানা ছাড়া স্বল্প সময়ে নিজ দেশে ফিরতে পেরে দূতাবাসের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রবাসীদের হাতে বিমান টিকেট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস
প্রবাসীদের হাতে বিমান টিকেট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস

কামাল মিয়া দূতাবাসের সহযোগিতায় দেশে যাচ্ছেন। তাই মাঠে টিকেট নিতে এসে জানালেন, লেবাননের পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। ১ ডলারের বিপরীতে এখন ১০ হাজার লিরা। আগে ভাল উপার্জন করলেও এখন মাসিক ১ শত ডলার আয় করতে অনেক হিমসিম খেতে হচ্ছে।

Travelion – Mobile

বিমান টিকেটের ৪ শত ডলার পরিশোধ করে আমি এখন দেশে যাচ্ছি।বর্তমান সময়ে ৪ শত ডলার যোগাড় করতে অনেক কষ্টসাধ্য হলেও দূতাবাসের আন্তরিক প্রচেষ্টায় স্বল্প সময়ে জেল জরিমানা ছাড়া দেশে ফিরতে পেরে আমি আনন্দিত।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচীর আওতায় প্রায় সাড়ে ৫ হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি দূতাবাসে স্বেচ্ছায় নাম নিবন্ধন করে। আবার অনেক বাংলাদেশিই অর্থের অভাবে নাম নিবন্ধন করতে না পারায় আক্ষেপ পোষন করেন।

এর আগে বাংলাদেশ বিমানের ৮টি বিশেষ ফ্লাইটে ৩ হাজার ৩৯২ জন বাংলাদেশি নিজ দেশে ফেরত গিয়েছে।

আগামী ২৪ মার্চের মধ্যে জেনারেল সিকিউরিটি থেকে প্রাপ্ত সকল ক্লিয়ারেন্সধারী বাংলাদেশিদের দেশে প্রেরন করা হবে বলে দূতাবাস জানায়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!