লেবাননে স্ট্রোকে বাংলাদেশির মৃত্যু

লেবাননে মৃত্যু পথযাত্রী হলেন আরো এক প্রবাসী বাংলাদেশি।

বুধবার ভোরে জাকির মিয়া নামে এক বাংলাদেশি স্ট্রোকে শৈফাত শহরের স্থানীয় কামাল জুমলাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। বর্তমানে মৃতদেহ হাসপাতালের হিমঘরে আছে।

জাকির মিয়ার বড় ভাই লেবানন প্রবাসী শাহজাহান মিয়া জানায়, দীর্ঘ ৭ বছর আগে জাকির মিয়া পরিবারের স্বচ্ছলতার জন্যে “জারা প্লাস্ট” নামে একটি প্লাস্টিক কোম্পানীর ভিসায় লেবানন আসেন।গত শনিবার রাতে নিজ রুমে হঠাৎ করে স্ট্রোকে আক্রান্ত হলে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন।

Travelion – Mobile

আরও পড়তে পারেন : লেবাননে জুলাইয়ের প্রথম দিকে চালু হবে বিমানবন্দর

কোম্পানীর মালিক তৎক্ষনাত তাঁকে স্থানীয় কামাল জুমলাত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে স্থানীয় সময় সকাল ৬টায় তিনি না ফেরার দেশে চলে যান।

এদিকে তাঁর অকাল মৃত্যুতে নিজ এলাকা সহ পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে।পরিবারে তাঁর স্ত্রী সহ ২জন সন্তান রয়েছে।
জাকির মিয়ার বাড়ি বাংলাদেশে নরসিংদী জেলার রায়পুরা থানার করিতলা গ্রামে।বাবার নাম নুরু মিয়া।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!