লেবাননে বিদ্যুৎ সংকটে বিবর্ণ খ্রিস্টমাস ও ইংরেজি বর্ষবরণ

সারা বিশ্বের ন্যায় মধ্যপ্রাচ্যের দেশ লেবাননেও চলছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব খ্রিস্টমাস ও ইংরেজি বর্ষবরণ উৎসব। বিশেষ এই উৎসবকে কেন্দ্র করে পূর্বে রাজধানী বৈরুত সহ সমগ্র লেবাননে সাজসাজ রব বিরাজ করলেও বর্তমানে চিত্র অনেকটাই ভিন্ন।

করোনার প্রভাব না থাকলেও চলছে অস্বাভাবিক মুদ্রাস্ফীতি ও বিদ্যুৎ সংকট। শহরে নেই তেমন নানা রংয়ের আলোর ঝলকানি।

অর্থনৈতিক মন্দার কারনে অর্থকস্টে থাকা স্থানীয় নাগরিকদের আনন্দে কিছুটা ভাটা পড়েছে। নেই পূর্বের মত উৎসবের আমেজ। দোকানপাট ও বাড়িতে বাড়িতে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি।

Travelion – Mobile

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

বৈরুতের প্রাণকেন্দ্র ডাউনটাউন,গির্জাসহ বড় বড় বিপনীবিতানগুলো সেজেছে বর্ণিল সাজে। সেখানেই দলবদ্ধ হয়ে সবাই আনন্দ উপভোগ করছে। শিশু কিশোরদের আনন্দ দিতে চলছে বিভিন্ন অনুষ্ঠান। খ্রিস্টমাসের সাজে সান্তা ক্লজ হাতে ঘন্টা বাজিয়ে সবাইকে আনন্দ দিচ্ছে। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই সাধ্যমত আনন্দে মেতে উঠেছে। যেন উৎসবকে ঘিরে সব ধর্মের মানুষ পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ।

বাংলাদেশি মিন্টু মাল কাজ করেন লেবাননের সবচেয়ে বড় বিপনীবিতান সিটি সেন্টারে। আলাপকালে তিনি জানান, খ্রিস্টমাস ও ইংরেজি বর্ষবরণ এই দুইটি উৎসবের জন্য আমরা বাংলাদেশিরা পূর্বে অধীর আগ্রহে অপেক্ষায় থাকতাম। কারন এই উৎসবকে কেন্দ্র করে বাড়তি আয়ের সুবিধা ছিল।কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন।অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতি আমাদের সব আনন্দ কেড়ে নিয়েছে।

আরেক বাংলাদেশি মাহবুব ইসলাম জানান, এবারের উৎসবকে কেন্দ্র করে বিপনীবিতান গুলোতে সবচেয়ে ভিড় বেশি। করোনা মুক্ত পরিবেশে এবার সবাই খ্রিস্টমাস ও ইংরেজি বর্ষবরনের আনন্দ উপভোগ করছে।তবে অর্থনৈতিক মন্দায় আনন্দের মাত্রা অনেকটাই কম।

ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে কাজ করেন ৬ বাংলাদেশি।উৎসবকে ঘিরে তারাও জানালেন একই কথা। বর্তমানে মাসিক বেতন ব্যতিত উৎসবে তেমন বখশিশ পাওয়া যায় না।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

মুদ্রাস্ফীতি কাটিয়ে লেবানন পুনরায় ঘুরে দাঁড়াবে, উৎসব সবার জন্য আনন্দের বার্তা বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা করছে স্থানীয় নাগরিকসহ বাংলাদেশিরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!