লেবাননে বাংলাদেশ দূতাবাসে শেখ রাসেল দিবস পালন

লেবাননে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে পালিত হয়েছে ‘শেখ রাসেল দিবস’।

সোমবার শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় দূতাবাসের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান।

Travelion – Mobile

প্রথমেই কোরান তেলওয়াত ও বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এছাড়া দিবসটি উপলক্ষে শেখ রাসেলের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন সহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়।

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত বঙ্গবন্ধুকে স্মরণ ও শেখ রাসেলের শৈশব নিয়ে আলোচনা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আলোচনা অনুষ্ঠানে লেবানন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরাও অংশগ্রহন করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দদের সাথে নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও কেক কাটেন।

অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তাবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!