লেবাননে বাংলাদেশি নারী কর্মীর রহস্যজনক মৃত্যু

লেবাননে মমতাজ নামে এক বাংলাদেশি নারীকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার বিকালে জুনি জেলার আধুনিস এলাকার একটি রুম থেকে স্থানীয় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা আছে।

এই ঘটনায় মাহমুদুল হাসান তপু নামে এক বাংলাদেশি যুবককে পুলিশ আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মমতাজ প্রায় এক বছর যাবত কুমিল্লার মাহমুদুল হাসান তপু নামে এক যুবকের সাথে আধুনিস এলাকায় একটি রুম ভাড়া নিয়ে একত্রে বাস করে আসছিল।

Travelion – Mobile

রবিবার(১৫ মে) রাতে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। পরে তপু দরজা বন্ধ করে বাইরে চলে যায়। প্রায় ১ ঘন্টা পর রাত সাড়ে এগারটায় ফিরে এসে রুমের দরজা ভিতর থেকে বন্ধ পায়। বাইরে থেকে অনেক ডাকাডাকির পর মমতাজের কোন সাড়া শব্দ না পেয়ে পিছনের জানালা ভেঙ্গে রুমে প্রবেশ করে মমতাজকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে তপু নিজে মমতাজকে ঝুলন্ত অবস্থা থেকে বিছানায় নামিয়ে আনে।

সোমবার দুপুরে স্থানীয়রাখবর দিলে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ও জিজ্ঞাসাবাদের জন্য মাহমুদুল হাসান তপুকে আটক করে।

নিহত মমতাজের বাড়ি বাংলাদেশে শরীয়তপুর জেলায় বলে জানা গেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!