লেবাননে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে মধু স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

লেবাননে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে মধু স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

রবিবার (৭ নভেম্বর) রাজধানী বৈরুতের আল আহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দিতাপূর্ন ফাইনালে মধু স্পোর্টিং ক্লাব ২-০ গোলে সিএমসি একাদশকে পরাজিত করে ।

খেলায়প্রথমার্ধের খেলা গোলশূন্য ভাবে শেষ হলেও খেলার দ্বিতীয়ার্ধে বিজয়ী দলের পক্ষে ২টি গোল করেন কামাল ও আলী।

Travelion – Mobile

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান।

চ্যাম্পিয়ন  মধু স্পোর্টিং ক্লাবের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিচ্ছেন লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। ছবি : আকাশযাত্রা
চ্যাম্পিয়ন মধু স্পোর্টিং ক্লাবের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিচ্ছেন লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। ছবি : আকাশযাত্রা

এসময় দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফি সহ দূতাবাসের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত টুর্নামেন্টে অংশগ্রহনকারী সকল দলের খেলোয়াড় সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এদিন মাঠে প্রচুর সংখ্যক ক্রীড়ামোদি বাংলাদেশি ফাইনাল খেলা উপভোগ করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে গত ৩০ অক্টোবর প্রবাসী বাংলাদেশিদের ১৬টি দল নিয়ে সপ্তাহব্যপী এই টুর্নামেন্ট শুরু হয়েছিল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!