লেবাননে প্রবাসীদের নিয়ে ‘মেডিকো ফুটবল টুর্নামেন্ট’ শুরু

লেবাননে প্রবাসী বাংলাদেশিদের ১১ টি দল নিয়ে শুরু হয়েছে মেডিকো ফুটবল টুর্নামেন্ট। রবিবার কাফাসিমা স্টেডিয়ামে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মেডিকো ট্রাভেল এন্ড ট্যুরিজমের স্বত্তাধিকারী ও উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি লুয়াই হার্ব।

তপন ভৌমিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন আতিকুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুল মুন্সী ও বাবুল মিয়া।

মেডিকো ফুটবল টুর্নামেন্ট
মেডিকো ফুটবল টুর্নামেন্ট

টুর্নামেন্টের স্পন্সর মেডিকো ট্রাভেল এন্ড ট্যুরিজমের স্বত্তাধিকারী লুয়াই হার্ব বলেন, লেবাননের সংকটময় মূহুর্তে বাংলাদেশিদের আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ।
সভাপতি আতিকুর রহমান আযোজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে কিছুটা হলেও বাংলাদেশিদের মাঝে আনন্দ ফিরে আসবে।

আয়োজক কমিটির পক্ষে মাঠে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, ইয়াসিন আবু তাহের ও ইব্রাহিম হোসেন।

Travelion – Mobile

উদ্বোধনী দিনে ৩ টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে হাইসুলুম ফুটবল একাদশ বনাম একতা শান্তি স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়।দিনের অপর খেলায় কিং ফ্রেন্ডস ক্লাব ১-০ গোলে ইতানি ফুটবল একাদশকে ও গ্রীনবাংলা স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হাইসুলুম জুনিয়র একাদশকে পরাজিত করে।

মাঠে রেফারির দ্বায়িত্ব পালন করেন ইয়াকুব আলী ভুলু। খেলা দেখতে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!