লেবাননে নিবন্ধনের সুযোগ না পেয়ে হতাশ হাজারও বাংলাদেশি

লেবাননে বসবাসকারী বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশি নাগরিকদের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচীর আওতায় আগামী রবিবার (২ ফেব্রুয়ারী) থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ধাপে নাম নিবন্ধনের সুযোগ না পেয়ে হাজারো প্রবাসী বাংলাদেশি হতাশা ব্যক্ত করেছে।

গত ২৮ জানুয়ারি রাত ১০ টা ১৩ মিনিটে দূতাবাসের ফেসবুক পেইজে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক অবৈধ প্রবাসীদের অনলাইনে আবেদন ফরম পূরন করার নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রচার করে।

বিজ্ঞপ্তিটি প্রচারের সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বেশীরভাগ প্রবাসীদেরকে আনন্দ প্রকাশ করতে দেখা গেলেও পরের দিন (২৯ জানুয়ারী) সকাল ১১ ঘটিকার পরে তাদের সেই আনন্দ ম্লান হয়ে যায়। ২ হাজার ৫০০ জন প্রবাসীর আবেদন নিবন্ধিত করার পরেই বৈরুত দূতাবাস কোন প্রকার পূর্ব নির্দেশনা ছাড়াই সুযোগটি বন্ধ করে দেয়।

Travelion – Mobile

হতাশাগ্রস্থ প্রবাসীরা জানায়, রাতে দূতাবাস যখন এই বিজ্ঞপ্তিটি প্রচার করে তখন আমরা অনেক প্রবাসীই ঘুমিয়ে ছিলাম। পরের দিন সকালে যথারীতি কাজে যাওয়ার পর আমরা বিষয়টি জানতে পারি। জানতে পেরে যখন অনলাইনের আবেদন ফরমে যাবতীয় তথ্য লিখে দূতাবাসে পাঠালাম তখনই দেখলাম সার্ভারটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথমে মনে করলাম হয়তো কারিগরী ত্রুটির কারনে এমন হচ্ছে। পরে জানতে পারলাম ২ হাজার ৫০০ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধিত হওয়ার পর দূতাবাস থেকে সার্ভারটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সেচ্ছায় দেশে ফেরা বাংলাদেশিদেরকে বিমানবন্দরে  বিদায় জানান  লেবানন দূতাবাসের কর্মকর্তারা
সেচ্ছায় দেশে ফেরা বাংলাদেশিদেরকে বিমানবন্দরে বিদায় জানান লেবানন দূতাবাসের কর্মকর্তারা

তারপর থেকেই নাম নিবন্ধন করতে না পারা প্দেশে ফেরত যেতে ইচ্ছুক প্রবাসীর অনেকে বৈরুত দূতাবাসের ফেসবুক পেইজসহ বিভিন্ন যোগযোগ মাধ্যমে পুনরায় সুযোগ দেবার অনুরোধ করতে থাকেন।

প্রবাসী মাইনুদ্দিন চিশতি দূতাবাসের পেইজে লিখেছেন,’নাম নিবন্ধনের জন্য লেবানন জুড়ে প্রবাসীদের হাহাকার। আরো সময় দেওয়া উচিত বৈরুত দূতাবাসের।
ওসমান খাওয়াজাঃ স্যার অসহায় লোক আছে প্রায় ৪০ হাজার এর মত, আপনারা ২ হাজার ৫০০ জনের নাম নিলে কি করে সম্ভব স্যার এটা?’

পারভিন লিমা মন্তব্য করেছেন আপনারা সুযোগ দিছেন ভালো কথা। কিন্তু আড়াই হাজার লোক নেওয়ার পরে অনলাইন আবার অফ করে দিলেন, এ আবার কেমন কথা! এখনো হাজার হাজার মানুষ অবৈধ আছে দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছে। অতি অবিলম্বে আবার নতুন করে লোক নেওয়া শুরু করুন।’

মো. সুমন ভূইয়া লিখেছেন,এখনো অনেক মানুষ আছে যারা নাম নিবন্ধন করতে পারে নাই দয়া করে আবার চালু করুন।
সুযোগটি বন্ধের সত্যতা স্বীকার করেছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, অবৈধ হয়ে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় দেশে ফেরার জন্য নেওয়া বাংলাদেশ দূতাবাসের বিশেষ কর্মসূচির আওতায় প্রথম দফায় ২ হাজার৩৮৩ জনের নাম নিবন্ধন করা হয়। এর মধ্যে ৫০০ জনকে দেশে পাঠানো সম্ভব হয়েছে। লেবাননের রাজনৈতিক পরিস্থিতি এবং জেনারেল সিকিউরিটি ধীরগতি ও নতুন নিয়মের কারনে দ্বিতীয় ধাপে ২ হাজার ৫০০ জনের নাম নিবন্ধনের সিদ্বান্ত নেওয়া হয়। সে হিসেবে অনলাইনে নিবন্ধনের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়, যায় সর্বোচ্চ নিবন্ধন করার ক্ষমতা ২ হাজার ৫০০ জন। এরপরই এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যেমনটি হয়েছে।’

রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরার প্রক্রিয়ায় অবৈধ বাংলাদেশিরা
রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরার প্রক্রিয়ায় অবৈধ বাংলাদেশিরা

তিনি সংশ্লিষ্ট প্রবাসীদের হতাশ না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, দুই ধাপে নিবন্ধন করা ৫ হাজার জনের মধ্যে উল্লেখ্যযোগ্য সংখ্যক প্রবাসী দেশে ফেরার পরপরই পরবর্তী ধাপের নিবন্ধন শুরু হয়ে যাবে এবং পর্যায়ক্রমে সবারই নিবন্ধন ও দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ দূতাবাস তার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে।”

তিনি অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় দেশে ফেরার এবারের সুযোগ হাতছাড়া না করার অনুরোধ রাখেন। কারণ বার বার এমন সুযোগ লেবানন সরকারের কাছ থেকে নেওয়া কষ্ঠসাধ্য ব্যাপার।

লেবাননে গত ৫ মাস ধরে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও ডলার সংকটের কারনে অনেকে প্রবাসী বাংলাদেশি কর্মী বেকার হয়ে পড়েছেন। কেহ নিয়মিত কোম্পানিতে কাজ করলেও সময় মত বেতন পাচ্ছে না। আবার কেউ কেউ দেশ থেকে টাকা এনে জীবন চালাচ্ছে। এর মধ্যে অবৈধ হয়ে যাওয়া প্রবাসিদের অবস্থা সবচেয়ে করুণ। তাই বাংলাদেশ দূতাবাসের বিশেষ কর্মসূচিতে দেশে ফেরার জন্য মরীয়া হয়ে ওঠেছেন বেশিরভাগ অবৈধরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!