লেবাননে নবজাতকসহ বাংলাদেশি নারী কর্মীর মৃত্যু

লেবাননে সন্তান প্রসবকালীন দূর্বলতায় মারা গেছেন এক বাংলাদেশি নারী কর্মী। বাঁচেনি সন্তানটিও। জন্ম নিয়েছে মৃত অবস্থায়।

শনিবার (৭ ডিসেম্বর) দেশটির সাঈদা জেলার সাইরান হাসপাতালে কল্পনা নামে এই নারী কর্মীর মৃত্যু হয়। তাঁর বাড়ি ঢাকা জেলার দোহার থানার জয়পাড়া গ্রামে। বাবার নাম মো. ইয়াকুব।

জানা যায়, সাঈদা জেলার শেরাফন এলাকায় নারিকর্মী কল্পনা স্বামীসহ বাস করতো। বৃহষ্পতিবার (৫ ডিসেম্বর) প্রসব বেদনায় ঔ হাসপাতালে ভর্তি হয়েছিলেন গর্ভবতী কল্পনা।

Travelion – Mobile

শুক্রবার কল্পনা একটি মৃত সন্তান প্রসব করেন। এরপরই তাঁর শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। শনিবার ভোর ৫টা দিকে তাঁর মৃত্যু হয়। কল্পনার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা আছে।

প্রতিবেশি বাংলাদেশিদের সূত্রে জানা গেছে, তাঁর স্বামী কিছুদিন আগে ছুটিতে বাংলাদেশে গেছে।

কল্পনার মৃত্যু সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর ওমানপ্রবাসী ভাই বৈরুত দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছে যেন মরদেহ অতি দেশে পরিবারের কাছে দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!