লেবাননে দুর্ঘটনায় প্রবাসী মালিকের মাসহ বাংলাদেশি নিহত

লেবাননে সড়কে দুর্ঘটনায় প্রবাসী মালিকের মাসহ এক বাংলাদেশি নিহত হয়েছে। বাগান থেকে আপেল নিয়ে ফেরার পথে প্রাইভেটকার খাদে পড়ে দুর্ঘটনার শিকার হন তারা।

গত সোমবার (১১ নভেম্বর) বিকালে হারিছা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম মো. রশিদ (৪৫)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার বেলকপাড়া গ্রামের সন্তান।

জীবিকার তাগিদে ছয় বছর আগে বৈধ ভিসায় রশিদ লেবানন আসেন। কাজ করতেন একটি ডেকোরেটরের দোকানে। স্ত্রীসহ জুনিতেই থাকতেন। দেশে তার ২জন কন্যা সন্তান রয়েছে।

Travelion – Mobile

জানা যায়, ঘটনার দিন ফারাইয়া এলাকায় ডেকোরেটরের দোকানের মালিকের বাগান থেকে আপেল আনার জন্য মালিকের পরিবারের সাথে রশিদও গিয়েছিলেন।

আপেল নিয়ে ফেরার সময় হারিছার কাছে মালিকের গাড়িটির চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। পাহাড় থেকে প্রায় ৩০ ফুট নিচে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই রশিদ ও মালিকের মা মারা যায়।

গাড়ির চালক বর্তমানে হাসপাতালে আশংকাজনক অবস্থায় আছে। রশিদের মরদেহ জুনি ভূয়ার হাসপাতালের হিমঘরে আছে।

রশিদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। দেশে থাকা তার দুই মেয়ে বাবার মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থার জন্য বৈরুত দূতাবাসের কাছে অনুরোধ জানিয়েছে ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!