লেবাননে দুইটি বিস্ফোরণে ৫ জন নিহত এবং বাংলাদেশিসহ বহু আহত

লেবাননে একদিনের ব্যবধনে আলাদা ২টি বিস্ফোরণে ৫ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছে।

শনিবার সকালে আশরাফির একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও দুজন আহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। সেসিন স্কয়ারের কাছে একটি ভবনে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের কারণ এখনও নির্ধারণ করা হয়নি।

এর আগে শুক্রবার রাতে রাজধানী বৈরুতে প্রথম বিস্ফোরণ ঘটেছিল, যার ফলে চারজন মারা গিয়েছিল এবং বহু লোক আহত হয়েছিল।

Travelion – Mobile

এই বিস্ফোরণ ঘটনায় দুইজন প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন বলে লেবানন টিভির খবরে বলা হয়। এর মধ্যে আনোয়ার হোসেন নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

তারি আল জিদিদ পাড়ার একটি বেকারিতে একটি জ্বালানী ট্যাঙ্কটি বিস্ফোরিত হয়েছিল যার ফলে আশপাশের অঞ্চলজুড়ে শকওয়েভ তৈরি হয়েছিল এবং বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। বিস্ফোরণে আশেপাশের বিশাল সংখ্যক বিল্ডিং ক্ষতিগ্রস্থ হয়েছে।

আহতদের আল-মাকাসেদ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে শুক্রবার গভীর রাত অবধি বিশাল জনতা ভিড় জমান।

৪ আগস্টের বৈরুত বন্দরের বিস্ফোরণের দু’মাস পরে এই বিস্ফোরণগুলি রেকর্ড করা হয়েছে, এতে কমপক্ষে ১৯০ জন মানুষ মারা গিয়েছিল এবং অর্ধেকেরও বেশি শহর ক্ষতিগ্রস্থ করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!