লেবাননে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশিদের দেশফেরা আবার শুরু

দীর্ঘ বিরতির পর আবারও শুরু হয়েছে লেবানন থেকে কাগজপত্রবিহীন প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় স্বদেশ প্রত্যাবর্তন কার্যক্রম।

রবিবার (২ আগষ্ট) দুপুরে বাংলাদেশ দূতাবাসের উদ্যােগে এই কর্মসূচির প্রথম পর্যায়ে দেশটির ডিটেনশন সেন্টারে আটকে থাকা ৬৪ জন বাংলাদেশি কাতার এয়ারওয়েজ যোগে ঢাকার দেশের উদ্দ্যেশ্যে রওনা হয়। সোমবার মধ্যরাতে তাদের বহনকারী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে দূতাবাস সূত্র জানিয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যে গুরুতর অসুস্থ ২৫ জনসহ আরো প্রায় ৫ শতাধিক বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

Travelion – Mobile

দূতাবাসের শ্রম সচিব জানান, বিমান চলাচল স্বাভাবিক না হওয়ার কারনে প্রবাসীদের দেশে পাঠাতে বিলম্ব হচ্ছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি স্বেচ্ছায় নিবন্ধনকৃত প্রবাসীদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে।

গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কর্মসূচীর আওতায় কাগজপত্র বিহীন প্রায় ৭৭৪৫ জন বাংলাদেশি নিজ দেশে ফেরত যাবার জন্য স্বেচ্ছায় দূতাবাসে নাম নিবন্ধন করে। তাদের মধ্যে ১৪৭০ জনকে দেশে পাঠানো হয়। এরপরই বৈশ্বিকময় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকার ঘোষিত লকডাউনের কারনে দেশটির একমাত্র বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।তারপর থেকেই ডিটেনশন সেন্টারে আটক ৮৩ জন সহ দূতাবাসে স্বেচ্ছায় নিবন্ধনকৃত আরো প্রায় ৬২৭৫ জন দেশে ফিরতে অপেক্ষমান ছিল।

জুলাইয়ের প্রথম সপ্তাহে পুনরায় বিমানবন্দরটি চালু হওয়ার পর থেকেই বাংলাদেশ দূতাবাস নিবন্ধনকৃত প্রবাসীদের পুনরায় নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে।
দেশটিতে অর্থনৈতিক মন্দা, ডলার সংকট সহ খাদ্যদ্রব্যের কয়েকগুন মূল্য বৃদ্ধির কারনে দীর্ঘ সময় ধরে বাংলাদেশিরা মানবেতর জীবনযাপন করছে।

আগের খবর :
প্রবাসীদের অনন্য দৃষ্টান্ত, অসহায় মানুষের জন্য ৩৪৫ পশু কোরবানি!

হাইকমিশনারের সঙ্গে আলাপন :সমসাময়িক বিষয় রেজিনা আহমেদ, মান্যবর হাইকমিশনার, মরিশাস

২৬ জুলাই, রবিবার -মরিশাস : রাত ৮.৩০ টা, বাংলাদেশ : রাত ১০.৩০ টাআকাশযাত্রার সঙ্গে যুক্ত থাকার আমন্ত্রণ নিচের যে কোন একটি লিংকে :https://www.facebook.com/akashjatrafans https://www.facebook.com/akashjatrabdমরিশাসপ্রবাসীদের যে কােন বিষয়ে জানার থাকলে কমেন্টসে প্রশ্ন দিতে পারেন। অতিথি আলোচকশাহিন সরদার, পরিচালক, বিসিসি ফ্যামিলি স্কুলব্যারিস্টার দিলরুবা নাওশিন আইনজীবী, মরিশাসশাহ আলম খান, ব্যবসায়িক ব্যক্তিত্ব, মরিশাসনাজমুল বাসার, কমিউনিটি ব্যক্তিত্ব, মরিশাসমোহাম্মদ হাফিজ, কমিউনিটি সংগঠক, মরিশাসজহিরুল মিনা, প্রবাসী ব্যবসায়ী, মরিশাসপরিকল্পনা ও পরিচালনা : এজাজ মাহমুদ. প্রধান সম্পাদক-আকাশযাত্রাসঞ্চলনায় : আহমেদ তোফায়েল, সাংবাদিক ও উপস্থাপকসমন্বয় : মোহাম্মদ হাফিজ, কমিউনিটি সংগঠক, মরিশাস

Posted by AkashJatra on Sunday, July 26, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!