লিবিয়া উপকূলে নৌকাডুবি : ৬ প্রাণহানি, নিখোঁজ ২৯

লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ছয়জনের প্রাণহানি ঘটেছে এবং অন্তত ২৯ জন নিখোঁজ রয়েছে। তাদেরও বেঁচে থাকার সম্ভাবনা দেখছে না আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। স্থানীয় সময় শনিবার এ তথ্য জানিয়েছে আইওএম।

সংস্থাটি আরো জানিয়েছে, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সাবরাথার উপকূলে নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। আফ্রিকা থেকে ইউরোপগামীরা ভূমধ্যসাগরের ভয়ংকর এই রুট ব্যবহার করে।

গত শুক্রবার নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

Travelion – Mobile

এক টুইট বার্তায় আইওএম-এর পক্ষ থেকে জানানো হয়, এ সপ্তাহে লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৫৩ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বা তারা নিখোঁজ রয়েছেন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৭৬ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!