‘রিজেন্ট হাসপাতালের সঙ্গে রিজেন্ট এয়ারওয়েজের কোন সর্ম্পক নেই’

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিতর্কিত রিজেন্ট হাসপাতালের সঙ্গে দেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজের কোন ধরনের সর্ম্পক নেই।

সম্প্রতি রিজেন্ট হাসপাতালের দুর্নীতি ও অনিয়মের বিষয়টি গণমাধ্যমে ওঠে এলে অনেকেই একই নাম হওয়ায় রিজেন্ট এয়ারওয়েজকে হাসপাতালের সহপ্রতিষ্ঠান (সিস্টার কনসার্ন) মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করছেন।

বিভ্রান্তি দূর করতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি রিজেন্ট এয়ারওয়েজ কর্তৃপক্ষ বিষয়টি স্পষ্ট করেছে।

Travelion – Mobile

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে রিজেন্ট এয়ারওয়েজ জানায়, ‘সাম্প্রতিক সময়ে নামের মিল থাকায় বিতর্কিত একটি হাসপাতালের সাথে রিজেন্ট এয়ারওয়েজের সম্পৃক্ততা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। রিজেন্ট এয়ারওয়েজ দেশের সবচেয়ে প্রাচীনতম বেসরকারি বিমান সংস্থা যা বর্তমানে দশম বছরে পদার্পণ করছে এবং যেটি হাবিব গ্রুপের একটি অঙ্গ- প্রতিষ্ঠান।’

রিজেন্ট এয়ারওয়েজ আরও জানায়, ‘হাবিব গ্রুপ চট্টগ্রামভিত্তিক একটি স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান, যা ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়, এতে ২০ হাজারেরও বেশি লােক নিয়ােজিত রয়েছেন। এটি বস্ত্র, বিমান, সিমেন্ট, ইস্পাত, রিয়েল এস্টেট, বীমা এবং ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করে। কিন্তু হাবিব গ্রুপ হাসপাতাল পরিচালনার সাথে সম্পৃক্ত নয় বা রিজেন্ট এয়ারওয়েজের সাথে দেশে বা বিদেশে রিজেন্ট নামধারী রিজেন্ট হাসপাতাল বা রিজেন্ট গ্রুপ বা এ জাতীয় কোনাে ধরনের সম্পৃক্ততা নেই। কোনােভাবেই রিজেন্ট এয়ারওয়েজের সুনামকে এ জাতীয় বিতর্কিত প্রতিষ্ঠানের সাথে মিলিয়ে বিভ্রান্ত না হতে জনসাধারণকে অনুরােধ করা হলো।’

উল্লেখ্য, ‘করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসা এবং বাড়িতে থাকা রোগীদের করোনার নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট প্রদান করত রিজেন্ট হাসপাতাল। এছাড়াও সরকার থেকে বিনামূল্যে কোভিড-১৯ টেস্ট করার অনুমতি নিয়ে রিপোর্ট প্রতি সাড়ে তিন থেকে চার হাজার টাকা করে আদায় করত তারা। এভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে মোট তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে রিজেন্ট হাসপাতাল। এই সমস্ত অপরাধ ও টাকার নিয়ন্ত্রণ চেয়ারম্যান সাহেব (রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ) নিজে করত।’

নানা অনিয়মের অভিযোগে গত সোমবার (৬ জুলাই) উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। অভিযানে শেষে সাংবাদিকদের এ কথা বলেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

করোনাময় বিশ্ব : ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ নিষেধাজ্ঞার কারণ ও করণীয়

করোনাময় বিশ্ব : ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ নিষেধাজ্ঞার কারণ ও করণীয়অতিথি : কামরুল সৈয়দ, সভাপতি, ভেনিস বাংলা স্কুল,, ইতালিমাকসুদ রহমান, প্রবাসী সাংবাদিক, ইতালিএডভোকটে আনিচুজ্জামান আনিচ, কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ, ইতালিজমির হোসেন, লেখক ও সাংবাদিক, ইতালিসঞ্চালনায় : আহমেদ তোফায়েল, সাংবাদিক ও উপস্থাপক৯ জুলাই, বৃহস্পতিবার – ইতালি সময় : সন্ধ্যা ৭ টা, বাংলাদেশ সময় : রাত ১১ টা

Posted by AkashJatra on Thursday, July 9, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!