পৃথিবীর বৃহত্তম উড়োজাহাজ ধ্বংস

অ্যান্টোনভ আন- ২২৫ 'ম্রিয়া'

ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রার সময় পৃথিবীর বৃহত্তম উড়োজাহাজ অ্যান্টোনভ আন- ২২৫ ‘ম্রিয়া’ ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা রবিবার (২৭ ফেব্রুয়ারি) এই মন্তব্য করেছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের তৈরি অ্যান্টোনভ আন- ২২৫ ‘ম্রিয়া’ উড়োজাহাজ কিয়েভের কাছে একটি কৌশলগত বিমানঘাঁটিতে রুশ হামলার সময় পুড়ে গেছে।

Travelion – Mobile

ইউক্রেনের এক ফেসবুক পাতায় বলা হয়েছে, রুশ দখলদার বাহিনী আন-২২৫ ‘ম্রিয়া’ উড়োজাহাজ ধ্বংস করেছে। এটি কিয়েভের কাছে হোস্তমেলে আন্তোনভ বিমানঘাঁটির কাছে ঘটেছ।

উড়োজাহাজটি সোভিয়েত ইউনিয়নের শেষ বছরলোতে ডিজাইন ও তৈরি করা হয়েছিল। এটি মহাকাশগামী যান পরিবহনের জন্য নির্মিত হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে খুব কমই আকাশে নিয়ে যাওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, উড়োজাহাজটি পুনরুদ্ধার করতে তিন বিলিয়নের বেশি ডলার খরচ হবে ও দীর্ঘ সময় লাগবে।

টুইটে দিমিত্রি কুলেবা বলেন, এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ এএন-২২৫ “ম্রিয়া” (ইউক্রেনীয় ভাষায় এর অর্থ স্বপ্ন)। রাশিয়া হয়তো আমাদের স্বপ্ন ধ্বংস করেছে।

তবে একটি শক্তিশালী, স্বাধীন ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্র নিয়ে আমাদের স্বপ্নকে তারা কখনো ধ্বংস করতে পারবে না।

আরও পড়তে পারেন :
রাশিয়ার জন্য বন্ধ হচ্ছে পশ্চিমা বিশ্বের আকাশপথ
ইউক্রেন ছেড়েছেন ৪০০ প্রবাসী বাংলাদেশি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!