রাজশাহী বিমানবন্দরে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ উড়োজাহাজ

রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রশিক্ষণ উড়োজাহাজ। শনিবার বিকাল ৩টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি।

বিমানবন্দরের ম্যানেজার দিলারা পারভিন বিষয়টি নিশ্চিত করে মিডিয়াকে জানান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান নং-S2-AFK উত্তর দিক থেকে অবতরণ করার সময় রানওয়ের মাঝামাঝি স্থানে বিমানটির পিছনের ডানপাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। পরে আবারও আকাশে উড্ডয়নের চেষ্টা করলে হুমড়ি খেয়ে সামনের বড় চাকাটি গোড়া থেকে ভেঙে যায়।

তিনি আরও জানান, প্রশিক্ষণ উড়োজাহাজটি রানওয়েতে উড়োজাহাজটি মুখ থুবড়ে আছে। উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কোন হতাহত হয়নি। উড়োজাহাজটিতে একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী ছিলেন এবং দুর্ঘটনার কারণ জানতে ফ্লাইং একাডেমির কর্মকর্তারা কাজ করছেন ।

Travelion – Mobile

উড়োজাহাজটিতে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিপ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান নিজেই চালক হিসেবে ছিলেন এবং তার সঙ্গে ছিলেন প্রশিক্ষণার্থী রায়হান গফুর। দু’জনই বর্তমানে অক্ষত অবস্থায় আছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!