যুক্তরাষ্ট্রে দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নতুন কমিটি

সভাপতি পাশা, সম্পাদক জুবায়ের

যুক্তরাষ্ট্রের মিশিগানভিত্তিক দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে মেয়াদোত্তীর্ণ কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে শামসুল হুদা পাশাকে সভাপতি এবং জুবায়ের আহমদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সাব্বির আহমদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

যুক্তরাষ্ট্র প্রবাসের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

স্থানীয় সময় রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মিশিগান রাজ্যের হ্যামট্রামিক শহরের রেশমী রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় ২০২৩-২০২৪ সালের ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আগের সভাপতি সৈয়দ মহিউদ্দিন।

সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এই সংগঠন যুক্তরাষ্ট্রে বসবাসকারী সুনামগঞ্জ জেলার দিরাই-শাল্লা উপজেলার প্রবাসীদের। আগের কমিটির মেয়াদ শেষ হয়েছে। এ কারণে কমিটি পুনর্গঠন করা হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি হয়েছেন জাইক উদ্দিন ও ইয়ান উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক অপু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বদরুল, প্রচার সম্পাদক জাকির হোসেন, সহ-প্রচার সম্পাদক জাকির আহমদ, অর্থ সম্পাদক আলী আহসান সুহান, ক্রীড়া সম্পাদক শুয়েব আহমদ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. মাসুদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক নাদিম মাহমুদ, দপ্তর সম্পাদক ইফরান আহমেদ কাওসার ও ধর্ম সম্পাদক হয়েছেন মোহাম্মদ মোমেন।

কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কাজল মিয়া, মোহাম্মদ মুতালিব, মৃদুল কান্তি সরকার, রবিউল ইসলাম রবি, কাওসার আহমদ ও জাকির হোসেন।

আরও পড়তে পারেন :
নিউইয়র্কে কুমিল্লা সোসাইটির বর্ণাঢ্য অভিষেক
মিশিগানে ‘বাংলাটাউন’ নামফলকে কালি লেপন, ক্ষোভ-নিন্দার ঝড়
মিশিগানে ভায়োলেটসের ২য় বর্ষপূর্তি উদযাপন
মিশিগানের গোলাপগঞ্জ সোসাইটির ৩০ লাখ টাকা অনুদান
মিশিগানে হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান হচ্ছেন মুহিত মাহমুদ
মিশিগানে শিব মন্দিরের বর্ষপূর্তি উদযাপনে বর্ণিল আয়োজন
আটলান্টিক সিটিতে বাংলাদেশিদের নবান্ন উৎসব
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন
নিউইয়র্কে মানিকগঞ্জবাসীর পিঠা উৎসব
যুক্তরাষ্ট্রের সুনামগঞ্জ জেলা সমিতির নতুন কমিটি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!