যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে গোলাগুলি, নিহত ১১

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিকে একটি ওয়ালমার্ট সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রবাসের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে জানিয়েছেন চেসাপিক পুলিশের মুখপাত্র লিও কোসিনস্কি।

Travelion – Mobile

বিবিসি জানিয়েছে, স্টোর ম্যানেজার হিসেবে ধারণা করা এক ব্যক্তি লোকজনকে লক্ষ্য করে গুলি করার পর বন্দুক চালিয়ে আত্মহত্যা করেন।

স্যামস সার্কেলের ওয়ালমার্টের ভেতরে গোলাগুলি হচ্ছে, এমন খবর পেয়ে রাত ১০টা ১২ মিনিটে পুলিশ সেখানে যায় বলে জানিয়েছেন কোসিনস্কি। সেখানে ’১০ জনের মতো’ মারা গেছে বলে জানান তিনি, তবে নিহতের প্রকৃত সংখ্যা জানাননি, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

‘তার জানামতে’ পুলিশের দিকে কোনো গুলি ছোড়া হয়নি বলেও জানিয়েছেন কোসিনস্কি।

সিটি অব চেসাপিকে বলেছে, “স্যামস সার্কেলের ওয়ালমার্টে গোলাগুলিতে হতাহতের ঘটনা ঘটেছে বলে চেসাপিকে পুলিশ নিশ্চিত করেছে।”

মন্তব্যের জন্য রয়টার্সের জানানো অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ওয়ালমার্ট এবং পুলিশ বিভাগ।

যুক্তরাষ্ট্রে প্রবাসের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!