মিশিগানে ডেমোক্র্যাটদের বিজয়ে আশাবাদী বিএডিসি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

যুক্তরাষ্ট্রের মিশিগানসহ অন্যান্য রাজ্যে আগামী ৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে বাইডেন প্রশাসনের জন্য আগামী ৪ বছর মেয়াদী মিশিগান স্ট্যাটের গভর্ণর পদটি ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ।

এখানকার বিভিন্ন গনমাধ্যমের জরিপে দেখা যায় বর্তমান গভর্ণর গ্রিচেন হোয়াইটমার এগিয়ে থাকলেও রিপাবলিকান সমর্থিত প্রার্থী টোডর ডিক্সন ও এগিয়ে যাচ্ছেন।

Travelion – Mobile

যুক্তরাষ্ট্রের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

সময় যত ঘনিয়ে আসছে দুই প্রার্থীর জনপ্রিয়তা প্রায় সমানে সমানে চলে আসছে। ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করতে ডেমোক্র্যাট সমর্থিত গভর্ণর প্রার্থী গ্রিচেন হোয়াটমার, এটর্নি জেনারেল ডেনা নেসেলসহ অন্য পদের প্রার্থীদের জন্য দুদিন আগে মিশিগানে নির্বাচনী প্রচারণায় এসেছিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

নির্বাচনী প্রচারনায় কংগ্রেসওম্যান, সিনেটরসহ অন্যান্য জনপ্রতিনিধিরা। ছবি: সংগৃহীত
নির্বাচনী প্রচারনায় কংগ্রেসওম্যান, সিনেটরসহ অন্যান্য জনপ্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এবং সেইসব নির্বাচনী প্রচারণায় যুক্ত থাকছেন বাংলাদেশী- আমেরিকান বংশোদ্ভূত রাজনীতিবিদরাও।

রবিবার (৩০ অক্টোবর) মিশিগানের ওয়ারেন সিটি শাহী প্যালেস রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্টিত হলো বাংলাদেশ-আমেরিকান ডেমোক্রেটিক ককাস (এমআই-বিএডিসি) এর নির্বাচনী রেলি অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলদেশিসহ এশিয়ান অভিবাসীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশী।

আরও পড়তে পারেন : মিশিগানের গোলাপগঞ্জ সোসাইটির ৩০ লাখ টাকা অনুদান

নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিয়েছেন মিশিগান রাজ্যের লেফটেনেন্ট গভর্ণর গার্লিন গিলক্রিস্ট, বাইডেন সরকারের শক্তিশালী কংগ্রেসওম্যান রাশিদা তালিব, এটর্নি জেনারেল ডেনা নেসেল, কংগ্রেসওম্যান হেলি স্টিভেন, কংগ্রেসম্যান এন্ডি লেভিন,কার্ল মালিঙ্গা,শিরি থানেডার,স্ট্যাট রিপ্রেজেনটেটিভ কিরা হ্যারিস বলডেন,স্ট্যাট সিনেটর স্টিফেনি চ্যাঙ্গ,পদ্মা কোপা,স্ট্যাট রিপ্রেজেনটেটিভ লরি স্টোন,আয়শা ফারুকী,জাজ সীমা প্যাটেল,স্ট্যাট হাউজ প্রতিনিধি সাদিয়া মার্টিনি, শ্যারন ম্যাকডোনেল,এমিনা এলিক,সিনেটর গ্যারি পিটারের পক্ষে কেবিন রিট।

এপ্রেসিয়েশন সনদ প্রদান করছেন বাইডেন সরকারের কংগ্রেসওম্যান রাশিদা তালিব। ছবি : সংগৃহীত
এপ্রেসিয়েশন সনদ প্রদান করছেন বাইডেন সরকারের কংগ্রেসওম্যান রাশিদা তালিব। ছবি : সংগৃহীত

নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএডিসি’র সভাপতি নজরুল ইসলাম শামীম।

নির্বাচনী প্রচারনায় বাংলাদেশ আমেরিকান বংশোদ্ভূত রাজনীতিবিদদের মধ্যে ছিলেন এমআই- বিএডিসির সাবেক সভাপতি ডঃ শাহীন হাসান,সাবেক সভাপতি মুহিত মাহমুদ,সাদেক রহমান সুমন,আরিফ মাহমুদ,ডঃ জাকিরুল হক,খাজা সাহাব উদ্দিন,কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, সুমন কবির,গিয়াস তালুকদার,সালমা সাইফ,আজিজ চৌধুরী, জামি খান,জিয়া উদ্দিন,বাবুল মিয়া,আনসার উদ্দিন,সাব্বির খান এবং হিরক চন্দ।

আরও পড়তে পারেন : মিশিগানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে প্রবাসী মুসলিমদের ঢল

তারা স্টেট গভর্ণরের পদটি ধরে রাখাসহ ডেমোক্র্যাটদের প্রার্থীদের বিজয়ের ব্যাপারে বেশ আশাবাদী।

ডেমোক্র্যাট দলের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থাকার জন্য বিএডিসির সাধারন সম্পাদক কাওছার দেওয়ান ও কোষাধ্যক্ষ সালমা সাইফ, জাবেদ চৌধুরীসহ সংগঠনের অনেককেই এপ্রেশিয়েশন সনদ প্রদান করেন কংগ্রেসওম্যান রাশিদা তালিব।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!