যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জেলহত্যা দিবস পালন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যথাযথ মর্যাদায় শোকাবহ জেলহত্যা দিবস পালন করেছে স্টেট আওয়ামী লীগ। এ উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) স্থানীয় একটি রেস্টরেন্টে আয়োজিত স্মরণসভার শুরুতে কোরান তেলোয়াত, গীতা পাঠের পর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরানের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মন্জুর আলম শাহীন।

ফ্লোরিডায় জেলহত্যা দিবস পালনে  আওয়ামী পরিবারের স্মরণসভায় উপস্থিতি
ফ্লোরিডায় জেলহত্যা দিবস পালনে আওয়ামী পরিবারের স্মরণসভায় উপস্থিতি

Travelion – Mobile

ফ্লোরিডা স্টেট যুবলীগের সভাপতি আউয়াল দয়ানের সঞ্চালনায় বিশেষ আলোচক ছিলেন ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামীলীগের সভাপতি নাইম খান দাদন ও সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার আরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা এ বি এম গোলাম মোস্তাফা,বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ হারুন, মুসলিম এলায়েন্স সভাপতি ওসমান চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডশনের প্রধান উপদেষ্টা সরকার হারুন, ফ্লোরিডা মহিলা আওয়ামীলীগ সভাপতি মুলসারী খানম, ফ্লোরিডা স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক মো. খোরশেদ, স্টেট আওয়ামীলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।

যুক্তরাষ্ট্র প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

এ ছাড়াও আলোচক ছিলেন, ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইমন করিম, সহসভাপতি টিটন মালিক, সহসভাপতি গোলাম মোর্শেদ, সহসভাপতি এম কে আলম, সহসভাপতি ছৈয়দ মাহবুব, সহসভাপতি আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক লিটন মজুমদার, প্রচার সম্পাদক মিল্টন মজুমদার, ফ্লোরিডা ষ্টেট যূবলীগের সিনিয়র সহসভাপতি মো. হারুন, সহসভাপতি ডা. আনোয়ারুল করিম, সহসভাপতি উত্তম দে, রচার সম্পাদক মো. টিটু আলম, মো জিতু, সোহেল মো. ফরিদ, প্ফয়সাল, তানবির আহম্মেদ, সবুজ বডুয়া।

নারী নেত্রীদের মধ্যে আরও ছিলেন, সামছুন নাহার, সোনিয়া মান্নান, সুরাইয়া বেগম, সহসভাপতি হাসি করিম, ছৈয়দা ফেরদৌস আইরিন, নাজিয়া ইসলাম।

বক্তারা বলেন, ১৯৭৫ এর ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ট আত্মীয়-স্বজনকে নৃশংসভাবে হত্যার বর্বরোচিত ঘটনার পর ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা বাঙ্গালী জাতির ইতিহাসে আরো একটি কলঙ্কজনিত অধ্যায়।

“জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামান আজ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তাদের চিরস্মরণীয় আদর্শ”, নেতারা যোগ করেন। যোগ করেন।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক দিন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ৩ নভেম্বর এবং ২০০১ সালের ২১ আগস্ট-একই সূত্রে গাঁথা উল্লেখ করে আওয়ামী নেতারা বলেন, স্বাধীনতাবিরোধী চক্র এসব হত্যাকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে বাংলাদেশকে আবারও পাকিস্তানে ফিরিয়ে নিতে চেয়েছিল।’

‘কিন্তু তারা ব্যর্থ হয়েছে। দেশ আজ মুক্তিযুদ্ধের চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে । জাতির পিতার সুযোগ্য কন্যার বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে এবং ২০৪১ সনের মধ্যে উন্নত দেশ হিসেবে পরিগণিত হওয়ার বিষয়ে প্রত্যয়ী।’, বক্তারা যোগ করেন।

আরও পড়তে পারেন :
যুক্তরাষ্ট্রে জাতীয় সংবিধান দিবস উদযাপন
একই রাজ্যে নির্বাচনী প্রচারে বাইডেন-ওবামা-ট্রাম্প
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মাননা
নিউইয়র্ক মাতলো লালন উৎসবে
যুক্তরাষ্ট্রে উদীচীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
যুক্তরাষ্ট্রের দিনাজপুর জেলা সমিতির নতুন কমিটি

সবশেষে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার এবং জাতীয় চার নেতাসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা ও দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয় ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!