যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর গুলিতে আহত ১০

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে গোলাগুলিতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (৫ নভেম্বর) রাতে অঙ্গরাজ্যটির কেনসিংটন ও অ্যালেগেনি এলাকায় এই ঘটনা ঘটে।

মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস অনুমোদিত একটি নিউজ চ্যানেল জানিয়েছে, শনিবার রাতে ফিলাডেলফিয়ার কেনসিংটন ও অ্যালেগেনি এলাকায় অন্তত ১০ জনকে গুলি করা হয়।

Travelion – Mobile

আরও পড়তে পারেন :
নিউইয়র্কে বহুতল ভবনে আগুন, আহত ৩৮
তানজানিয়ায় লেকে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ১৯

ফিলাডেলফিয়া পুলিশ জানায়, গুলির ঘটনায় আহতদের অনেকের আঘাত বেশ গুরুতর এবং তাদেরকে বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

হামলায় আহত ভুক্তভোগীদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

এছাড়া ঘটনার বিস্তারিত বিবরণ সম্পর্কে জানতে ফিলাডেলফিয়া পুলিশের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

চলতি বছরের মে মাসে টেক্সাসে এক বন্দুকধারীর গুলিতে ১৯ শিশুসহ ২১ জন নিহত হয়েছিল। হ্যালোউইনের রাতে ক্যানসাস সিটি ও শিকাগোতে গুলির ঘটনায় ১ জন নিহত ও প্রায় ২০ জন আহত হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!