যুক্তরাষ্ট্রের টেক্সাসে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার রাতে এক ইঞ্জিনবিশিষ্ট একটি ছোট উড়োজাহাজ জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এই ঘটনার তদন্ত কাজ শুরু করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, উড়োজাহাজটি সুগারল্যান্ড থেকে বোয়েরনের দিকে যাচ্ছিল। কিন্তু মাঝপথেই ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পরে উড়োজাহাজটি সান অ্যান্তনিও আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করার চেষ্টা করে। আর এমন সময়ই বিধ্বস্ত হয়ে যায়।

সান অ্যান্তনিও’র ফায়ার চিফ চার্লস হুড বলেন, উড়োজাহাজটি সান অ্যান্তনিও আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করার চেষ্টা করে। কিন্তু বিধ্বস্ত হয়ে রাস্তায় পড়ে যায়। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও এক নারী ছিলেন।

Travelion – Mobile

চার্লস হুড জানান, উদ্ধারকারীরা উড়োজাহাজের অর্ধেক ধ্বংসাবশেষ ফুটপাতে পায়, আরেক অর্ধেক একটি বাড়ির সামনে রাস্তায় পায়। মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসন বলছে, তারা এই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনার তদন্ত করছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!