যাত্রী সেবায় ইউএস-বাংলা ও হালট্রিপের মধ্যে চুক্তি

যাত্রী সেবায় এক সাথে কাজ করার লক্ষ্যে দেশের শীর্ষ বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ও অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে রাজধানীর বারিধারায় ইউএস-বাংলা গ্রুপের কর্পোরেট অফিসে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও হালট্রিপের ব্যবস্থাপনা পরিচালক তাজবির হাসান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Travelion – Mobile

ইউএস-বাংলা এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়িক অগ্রযাত্রার অংশ হিসাবে যাত্রীদের আরো সেবা দেওয়ার লক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রথমবারের মতো হালট্রিপের সঙ্গে অনলাইন ট্রাভেল এজেন্সি চুক্তি স্বাক্ষর করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!