মৌলভীবাজারে রেমিট্যান্সযোদ্ধাদের সম্মাননা দিল সান রাইজিং ক্লাব

মৌলভীবাজারে খুশহালপুরের সান রাইজিং ক্লাবের উদ্যোগের রেমিট্যান্সযোদ্ধা প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (২৯ আগস্ট) রাতে খুশহালপুর বাজারে আয়োজিত সংগঠনের অভিষেক অনুষ্ঠানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য থেকে দেশে ছুটিতে আসা রেমিট্যান্সযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ময়নুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান, চেম্বার অব কমার্স’র সভাপতি ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান সুজিত চন্দ্র দাশ, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. মদ্দবির হোসেন, কাগাবালা ইউনিয়নের চেয়ারম্যান ইমন মস্তফা,যুক্তরাজ্যপ্রবাসী জসিম উদ্দিন বাবুল, এডভোকেট হাবিবুর রহমান মনু, এডভোকেট সুরুক মিয়া, এডভোকেট আব্দুল আহাদ প্রমুখ।

সান রাইজিং ক্লাবের অভিষেক ও রেমিট্যান্সযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে অতিথিরা
সান রাইজিং ক্লাবের অভিষেক ও রেমিট্যান্সযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে অতিথিরা

এছাড়াও উপস্থিত ছিলেন, কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাটিভি ও বিডিনিউজ২৪ ডটকম এর প্রতিনিধি আ হ জুবেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এস এম মেহদি হাসান, তরুণ সংগঠক বদরুল এইচ জুসেফ, সাংবাদিক ইউনিয়ন মৌলভীবাজার জেলার সদস্য আহমেদ পায়েলসহ বিপুল সংখ্যক এলাকাবাসী।

Travelion – Mobile

বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের যুগ্ম সম্পাদক তুহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, মুস্তাকিন মিয়া, আব্দুল মতলিব,জেলা যুবলীগ নেতা নুরুল ইসলামসহ আরো অনেকে।

সংবর্ধিত রেমিট্যান্সযোদ্ধাদের পক্ষে কুয়েতপ্রবাসী সাংবাদিক নেতা আ হ জুবেদ বলেন, মুক্তিযোদ্ধারা বাংলাদেশ প্রতিষ্ঠায় যেভাবে অবর্ণনীয় অবদান রেখেছেন, ঠিক তেমনই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে, আজকের বাংলাদেশ এখানে আসার ক্ষেত্রেও প্রবাসীদের অনবদ্য ভূমিকা রয়েছে।
আ হ জুবেদ প্রবাসীদের সম্মাননা দেওয়ার জন্য আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মূদ্রা আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। বর্তমান সরকার প্রবাসীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করতে চায়। এ লক্ষ্যে ইতোমধ্যে সরকারের সবগুলো মন্ত্রণালয় ও বিদেশের মিশনগুলোকে প্রবাসীবান্ধব হিসেবে গড়ে তোলা হয়েছে।

তিনি সান রাইজিং ক্লাবের নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের যুব সমাজ খেলাধুলার সুযোগ পেলে,বর্তমান সময়ে সুস্থ থাকার পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ড থেকেও বিরত থাকবে তারা। অন্যদিকে ভবিষ্যতে এরাই সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!