মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসে ঈদে মিলাদুন্নবী উদযাপন

মেক্সিকোতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহানবী মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু বার্ষিক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস।

শনিবার (৮ অক্টোবর) রাজধানী মেক্সিকো সিটিতে দুতাবাসের হলরুমে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত আবিদা ইসলাম এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারি ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

Travelion – Mobile

শুরুতেই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণীপাঠ করে শোনান দূতাবাস কর্মকর্তার।

এরপর বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয়।

সবশেষে দেশ,জাতি মুসলিম উম্মাহ্সহ সমগ্র মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

ঈদে মিলাদুন্নবীর আরও খবর :
মালদ্বীপে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও বিশেষ দোয়া
মিশিগানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
দুবাইয়ে গাউসিয়া কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন

আকাশযাত্রার ফেসবুক পেইজে যোগ দিতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!