মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ খুললো

দীর্ঘ আড়াই মাস বন্ধ রাখার পর মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ খুলে দেয়া হয়েছে।

আল-আরাবিয়া প্রতিবেদনে বলা হয়, রোববার ফজর নামাজে প্রায় ৭০০ মুসল্লি একসঙ্গে নামাজ পড়েছেন বলে আল-আরাবিয়া ও আনাদোলু এজেন্সি জানিয়েছে। আড়াই মাস পর নামাজ ও দর্শনার্থীদের জন্য আজ থেকে মসজিদটি খোলা থাকবে।

আল-আকসা মসজিদের পরিচালক শায়খ উমর আল কিসওয়ানি আল-আরাবিয়াকে বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর মসজিদুল আকসা আবার খুলে দেয়ার বিষয়টি আমাদের কাছে ঈদের মতোই আনন্দের বিষয়। ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে মসজিদের নিরাপত্তার বিষয়টি লক্ষ্য রাখা হবে বলেও জানান তিনি।

Travelion – Mobile

করোনার সংক্রমণ বাড়তে থাকায় মার্চের ১৫ তারিখ থেকে এ মসজিদ প্রাঙ্গণ ও এর সংশ্লিষ্ট বিভিন্ন আইকনিক স্থাপনায় প্রবেশ বন্ধ করে দেয়া হয়।

জেরুজালেমের মুসলমানরা সাধারণত প্রতিবছরই রমজান মাসের প্রতিদিন ও ঈদুল ফিতরের দিন আল-আকসা মসজিদ এবং এর সংলগ্ন ‘ডোম অব রক’ খ্যাত গম্বুজটি পরিদর্শন করতেন। মহামারীর কারণে মুসলিমদের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান হিসেবে পরিচিত এ মসজিদটি বন্ধ থাকায় এ বছর সে সুযোগ ছিল না।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!