মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

যুক্তরাষ্ট্রের মিশিগানে গ্রীষ্মকালীন বনভোজন ও পুনর্মিলনী আয়োজন করেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

রোববার (৩১ জুলাই) ওয়ারেন সিটির হলমিছ পার্কে আয়োজিত অনুষ্ঠানে স্বত:স্ফূর্তভাবে অংশ নেন অ্যাসোসিয়েশন সদস্যদের পরিবারসহ বাংলাদেশি কমিউনিটির প্রবাসীরা।

সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, আড্ডা আর খোশগল্পে মেতে উঠে দারুণ আনন্দ উপভোগ করেন তারা। সবাই মিলে একসাথে সেরে নেন দুপুরের খাবার। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

Travelion – Mobile

এরপর বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বনভোজন উপ-কমিটির আহবায়ক আমিনুর রশীদ চৌধুরী কাপ্তান। তার সাথে ছিলেন সদস্য সচিব প্রস্যন্ন চন্দ ও শাহ খালিশ মিনার।

অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দীপুর সভাপতিত্বে ও সেক্রেটারি লুৎফুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে রাখেন- অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এসএম হাসান ইকবাল, মিল্টন বড়ুয়া, ম্যানেজার বোর্ড অফ এডুকেশনের এটলার্ড মেম্বার অলউর রহমান, রিয়েলেটর ইকবাল আহমদ, সহকারী অধ্যাপক আমিনুল হক, অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবাদুল ইসলাম, জাবেদ চৌধুরী, জয়ন্ত দেব অনুপ, আতিকুর রহমান ভূইয়া, মোহাম্মদ রফিকুল, মোতাব্বির শাহীন, সাংবাদিক হেলাল উদ্দিন রানা, ইঞ্জিনিয়ার কামরুল হাসান চৌধুরী, অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন ও কোষাধক্ষ্য মোহাম্মদ আফতাব।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!