মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক ৯১ বছর বয়সে মারা গেছেন।

মঙ্গলবার মিশরের রাষ্ট্রীয় সংবাদে তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়। তিনি একটি সামরিক হাসপাতালে মারা গেছেন বলে দিনের শুরুতে জানিয়েছিল আল ওয়াতান ওয়েবসাইট।

জানুয়ারির শেষ দিকে মুবারকের অস্ত্রোপচার হয়।এরপর তাকে তার নাতির সঙ্গে ছবিতে দেখা গিয়েছিল।

Travelion – Mobile

তবে গত শনিবার মুবারকের ছেলে জানায়, তাকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে। এরপরই মঙ্গলবার রাষ্ট্রীয় টিভি তার মৃত্যুর খবর জানাল।

২০১১ সালে টানা সরকারবিরোধী বিক্ষোভের পর মিশরীয় সামরিক বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করেছিল।

মুবারক মিশরের অন্যতম দীর্ঘস্থায়ী শাসক ছিলেন। তিন দশক শাসনক্ষমতায় ছিলেন তিনি।

২০১১ সালে বিপ্লবের সময় বিক্ষোভকারী হত্যায় জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে কারাবন্দি করা হয়েছিল। পরে ২০১৭ সালের মার্চে তিনি কারাগার থেকে মুক্তি পান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!