মাহাথির মোহাম্মদের পদত্যাগ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেছেন। দেশটির রাজার কাছে নিজের পদত্যাগপত্র পৌঁছে দিয়েছেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় সংবাদমাধ্যমকে আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে।

দুই লাইনের বিবৃতিতে মাহাথির মোহাম্মদ জানান, সোমবার বেলা ১ টায় (কুয়ালালামপুর সময় ৫ টা) তিনি দেশটির রাজাকে তার পদত্যাগ সম্পর্কে অবহিত করেছেন।

Travelion – Mobile

ঐতিহাসিক এক নির্বাচনের মধ্য দিয়ে দুর্নীতিতে জর্জরিত জোটকে হারিয়ে ২০১৮ সালে মাহাথির ক্ষমতায় আসেন।

নির্বাচনের আগে দুই বছরের মাথায় জোট নেতা আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব দিয়ে বিদায় নেয়ার কথা থাকলেও ক্ষমতা ছাড়েননি মাহাথির।

গত ডিসেম্বরে কাতারের দোহা ফোরামে ২০২০ সালের পরেও ক্ষমতায় থাকার আভাস দিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

পদত্যাগের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতেও তিনি অস্বীকার করেছেন।

কিন্তু এর কয়েক মাস পরেই পদত্যাগের ঘোষণা দিলেন ৯৪ বছর বয়সী মাহাথির। মাহাথিরের পদত্যাগের পর তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আনোয়ার ইব্রাহীমকে ভাবা হচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!