মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সানওয়ে জিওর বাংলাদেশি অভিজাত রেস্টুরেন্ট স্টার কাবাবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলনী শুরু হয়।

সবাই সুরের এবং নৃত্যের ছন্দে প্রবাসে থেকেও হারিয়ে যায় দেশীয় সংস্কৃতির মধুর মূর্ছনায়। শিল্পীদের মনমাতানো পরিবেশনায় কেউ বুঝতেই পারেনি ঘড়ির কাঁটা কখন ১২টায় পৌঁছে গেছে। অনুষ্ঠানটি মধ্যরাত পর্যন্ত চলতে থাকে। অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী ছিলেন এসএসএম খুররম, ফাহিম রহমান ও সারিকা পারভিন।

Travelion – Mobile

আরও পড়তে পারেন : মালয়েশিয়ায় সেরা শিক্ষার্থীর সম্মাননা পেলেন বাংলাদেশি ওলিদ

এছাড়া এমবিএফ পরিবারের সদস্য শিল্পীদের মধ্যে ছিলেন, ড. মহুয়া রয় চৌধুরী, ড. লুবনা আলম, শাহেদ পারভেজ, আঞ্জুমানারা, সুমাইয়া, সারাফ, মমো এবং প্রণয় কুমার চৌধুরী।

এমবিএফএর নির্বাহী সদস্য জাফর ফিরোজের অনুষ্ঠান উপস্থাপনায় বক্তব্য রাখেন- এমবিএফএর প্রেসিডেন্ট নিসার কাদের এবং আহবায়ক, এমবিএফএর ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পরিবার ও ব্যক্তি যোগদান করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!