মালয়েশিয়ায় চাকরি বঞ্চিত ২৬ বাংলাদেশি বৈধ কর্মীকে উদ্ধার

মালয়েশিয়ায় বৈধ কর্ম ভিসায় গিয়ে চাকরি বঞ্চিত ২৬ বাংলাদেশি কর্মীকে উদ্ধার করেছে দেশটির শ্রম বিভাগ। কোন কাজ না দিয়ে তাদের বসিয়ে রেখেছিল নিয়োগকর্তা ।

বুধবার (৫ এপ্রিল ) এলাকাবাসী কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সেলাঙ্গর রাজ্যের পোর্ট ক্লাংয়ে রএকটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

অভিযানের নেতৃত্বে দেওয়া শ্রম বিভাগের উপ মহাপরিচালক (অপারেশন) আসরি আবদ ওয়াহাব জানান, উদ্ধারের পর তাদের একটি সেফ হাউসে রাখা হয়েছে।

শ্রম বিভাগের বিবৃতিতে বলা হয়, উদ্ধার শ্রমিকরা ১৫ ফেব্রুয়ারি বৈধভাবে মালয়েশিয়ায় আসে। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের চাকরি দিতে ব্যর্থ হন এবং তাদের কোনো আয় ছাড়াই রেখে দেন নিয়োগকর্তারা ।

কর্তৃপক্ষ বলেছে, অভিবাসী শ্রমিকরা যাতে প্রতারণা বা বাধ্যতামূলক শ্রমের শিকার না হয় তা নিশ্চিত করার জন্য অভিযান চালানো হয়েছিল।

শ্রম বিভাগ সম্ভাব্য চাকরি খোঁজা বা শেষ উপায় হিসেবে শ্রমিকদের তাদের দেশে ফেরত পাঠানোসহ সহায়তা দেবে।

“শ্রম বিভাগ এমন কোনো বিষয় আপোস করবে না, যা বাধ্যতামূলক শ্রমের দিকে পরিচালিত করবে এবং দেশের ভাবমূর্তিকে বিরূপ প্রভাবিত করবে“, বিবৃতি বলা হয়।

“প্রতিটি সেক্টরের নিয়োগকর্তারা বিদেশী কর্মীদের জন্য আবেদন করার পরে তাদের বাধ্যবাধকতাকে সম্মান করতে হবে। এর মধ্যে রয়েছে চাকরি প্রদানের পাশাপাশি উপযুক্ত বাসস্থান”।

বিদেশী কর্মীদের জন্য আবেদনেবাধ্যতামূলক মানদণ্ড এবং নির্দেশিকাগুলি মেনে না চললে নিয়োগকর্তাকে কালো তালিকাভুক্ত করা হবে বলেও দেশটির শ্রম বিভাগ বিবৃতিতে বলেছে।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!