মালদ্বীপে সাফজয়ী অধিনায়ক সাবিনাকে প্রবাসীদের সংবর্ধনা

মালদ্বীপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনকে সংবর্ধনা দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।

বুধবার (২৬ অক্টোবর) ভিউ কনস্ট্রাকশনের পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের জাতীয় ফুটবল দলের কোচ আলী সুজান।

মালদ্বীপ সাফজয়ী অধিনায়ক সাবিনার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা
মালদ্বীপ সাফজয়ী অধিনায়ক সাবিনার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি, আলহাজ দুলাল মাতবর, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের আহমেদ ইব্রাহীম, সার্জেন্ট, নিছাম আহমেদ মালদ্বীপ ক্রিকেট দলের বাংলাদেশি কোচ ফাতেমা তুজ জোহরা।

Travelion – Mobile

আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলার মাতসুসিমা সুমাইয়া, মালদ্বীপের নারী ফুটসাল লিগ ধিবেহি সিফাইং ক্লাবের অধিনায়ক জাহিয়া, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার মালদ্বীপের লোকাল ডাইরেক্টর হান্নান খান কবির, মালদ্বীপ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম রিন্টু।

অনুষ্ঠানে কেক কেটে সাবিনার জন্মদিন উদযাপন করে প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানে কেক কেটে সাবিনার জন্মদিন উদযাপন করে প্রবাসী বাংলাদেশিরা।

এ সময় সাবিনা বলেন, মাঠে যখন অনুশীলন করি, মাঝে মধ্যে মনে হয় খেলা থেকে অবসরে যাই। আমাদের অর্জনে দেশের মানুষ যে পরিমাণ আনন্দ পেয়েছে এবং আপনারা যেভাবে প্রবাসের মাটিতেও ভালোবাসা দিচ্ছেন, তখন মনে হয় আমাদের দেশের জন্য আরও অনেক কিছু করার বাকি আছে।

‘যেভাবে মানুষের ভালোবাসা আমরা পেয়েছি, তাতে আমাদের আর পেছনে ফেরার সুযোগ নেই। এখন আমাদের লক্ষ্য আরও বড়’।

মালদ্বীপে সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী অধিনায়ক সাবিনার সঙ্গে প্রবাসী বাংলাদেশি  সাংবাদিকরা
মালদ্বীপে সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী অধিনায়ক সাবিনার সঙ্গে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা

মালদ্বীপ প্রবাসী সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে, প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য দেন- দুলাল মাতবর, গাজী সাদেক, শাহজালাল শিকদার।

অনুষ্ঠানে কেক কেটে সাবিনার জন্মদিন উদযাপন করে প্রবাসী বাংলাদেশিরা। আগের খবর : মালদ্বীপে সংবর্ধিত সাফজয়ী অধিনায়ক সাবিনা

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত ফুটবল টিমের অধিনায়ক ও খেলোয়াড়সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

এর আগে দেশটির বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সাবিনা খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়েছিল।

মালদ্বীপের নারী ফুটসাল লিগে ধিবেহি সিফাইং ক্লাবের হয়ে খেলছেন সাবিনা খাতুন। পঞ্চমবারের মতো মালদ্বীপের ঘরোয়া লিগে খেলতে ৩০ সেপ্টেম্বর মালদ্বীপ পাড়ি দেন সাবিনা খাতুন।

মালদ্বীপের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

আগের মতো এবারও বাংলাদেশের গোলমেশিন সাবিনার পায়ের জাদুতে মুগ্ধ হচ্ছেন মালদ্বীপের ফুটবলপ্রেমীরা।

সাবিনা মালদ্বীপ প্রথম খেলেন ২০১৫ সালে ডিফেন্স ফোর্স ক্লাবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!