মালদ্বীপে ডানা মেলল ইউএস-বাংলা এয়ারলাইন্স

দশম আন্তর্জাতিক গন্তব্য

ঢাকা থেকে নিজেদের দশম আন্তর্জাতিক গন্তব্য মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস-বাংলা এয়ারলাইনস। আজ শুক্রবার (১৯ নভেস্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে ১২৯ যাত্রী নিয়ে বোয়িং ৭৩৭-৮০০ উদ্বোধনী ফ্লাইটটি মালের উদ্দেশে ঢাকা ছাড়ে ।

ইউএস বাংলা জানিয়েছে, মহামারিকালীন সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ও মালদ্বীপের দু’দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-মালে-ঢাকা রুট পরিচালনা শুরু করেছে। প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন প্রতি মঙ্গল, শুক্র ও রবিবার এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। পর্যায়ক্রমে সপ্তাহে সাতটি ফ্লাইট চালু করা হবে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এই রুট পরিচালিত হবে।

শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল ভবনে ইউএস বাংলার ঢাকা-মালে-ঢাকা রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

Travelion – Mobile

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মালদ্বীপে সরাসরি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ইউএস-বাংলা আকাশপথে নতুন দিগন্তের উন্মোচন করেছে। তাদের এই ফ্লাইটের মাধ্যমে বন্ধুপ্রতিম দুই দেশে শ্রমিকরা সহজে যাতায়াত করতে পারবে। দুই দেশের সব যাত্রীর যাত্রা হবে সহজ ও আরামদায়ক। দুই দেশের পর্যটন শিল্পের প্রসারে এই ফ্লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’

উদ্বোধনী অনুষ্ঠানে বকক্তব্য রাখছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের  ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। ছবি : সংগৃহীত।
উদ্বোধনী অনুষ্ঠানে বকক্তব্য রাখছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। ছবি : সংগৃহীত।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের এভিয়েশন খাতের উন্নয়নের সঙ্গে সঙ্গে বাড়ছে দেশের আকাশপথের পরিধি। আশা করছি ইউএস-বাংলা তাদের সক্ষমতার মাধ্যমে দেশের এভিয়েশন মার্কেটের একটি বড় অংশ (যাত্রী) বহন করে দেশীয় এয়ারলাইনস শিল্পের প্রবৃদ্ধি ঘটাবে।’

মাহবুব আলী বলেন, রাষ্ট্রায়ত্ব এয়ারলাইনসের পাশাপাশি আমাদের দুটি বেসরকারী এয়ারলাইনসও সেবার মাধ্যমে অর্জন করছে গ্রাহকের আস্থা অর্জন করছে। বর্তমানে তিনটি বেসরকারী এয়ারলাইনসের সঙ্গে আগামী বছর যুক্ত হতে যাচ্ছে আরো দুটি এয়ারলাইনস।

করোনায় সবচেয়ে বিধ্বস্ত অবস্থার মধ্যে এভিয়েশন ও পর্যটন খাত আছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বিমান বলেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এয়ারলাইনসগুলোকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। নীতিগত সহায়তার পাশাপশি আর্থিক প্রণোদনাও দেওয়া হয়েছে। সব পক্ষের আন্তরিক চেষ্টায় আবার এভিয়েশন খাত ঘুরে দাড়িয়েছে।

বিশেষ অতিথি মালদ্বীপের হাই কমিশনার শিরুজিমাথ সামির বলেন, ইউএস-বাংলা দ্বিতীয় এয়ারলাইনস হিসেবে মালেতে সরাসরি ফ্লাইট শুরু করল। করোনার প্রকোপের মধ্যেও এটি তাদের অত্যন্ত ভালো উদ্যোগ। মালদ্বীপ খুবই চমত্কার একটি রাষ্ট্র। আমি চাই ইউএস-বাংলা সাশ্রয়ী প্যাকেজ দিয়ে বাংলাদেশিদের মালদ্বীপ যাওয়ার সুযোগ করে দেবে।

ইউএস-বাংলার এমডি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে মালদ্বীপে যাতায়াত করা ৯০ শতাংশই প্রবাসী কর্মী। বাকি ১০ শতাংশ ব্যবসায়ী। আমার শ্রমিক ভাইয়েরা এতোদিন ৬৫ হাজার টাকা দিয়ে মালদ্বীপের ওয়ানওয়ে টিকেট কাটতেন। ইউএস-বাংলা এয়ারলাইনস এখন তাদের সর্বনিম্ন ২৫ হাজার টাকায় ওয়ানওয়ে টিকেট দেবে। এটা আমাদের জন্য আনন্দের বিষয়।

ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীসহ বেবিচক এবং ইউএসবাংলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতি মঙ্গলবার ঢাকা থেকে সকাল ১১টা ১০ মিনিট মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন বিকাল ৩টা ৩৫মিনিটে মালে থেকে উড্ডয়ন করে রাত ৮টা ৩৫মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন । ইউএস-বাংলা এয়ারলাইন্স।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন । ইউএস-বাংলা এয়ারলাইন্স।

প্রতি শুক্রবার ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিট মালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন বিকাল ৩টা ১৫মিনিটে মালে থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং রাত ৮টা ১৫মিনিটে ঢাকায় অবতরণ করবে।

এছাড়া প্রতি রবিবার ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিট মালের উদ্দেশ্যে উড্ডয়ন করে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন দুপুর ১টা ৫৫মিনিটে মালে থেকে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ৫৫মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

প্রাথমিকভাবে ঢাকা-মালে রুটে সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ২৯ হাজার ৫০৮ টাকা এবং রিটার্ণ ভাড়া ৪৫ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মালদ্বীপ ভ্রমণে ইউএস-বাংলা হলিডে প্যাকেজও ঘোষণা করেছে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ সহ মোট ১৪টি উড়োজাহাজ আছে। এগুলো দিয়ে তারা অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও দুবাই, মাস্কাট ও দোহা, প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত কুয়ালালামপুর, সিঙ্গাপুর, প্রতিবেশী দেশ ভারতের চেন্নাই, কলকাতা এবং চীনের গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে। করোনা মহামারিতে বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার কারনে ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ আছে

ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে খুব শীঘ্রই কলম্বো, জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!