মালদ্বীপে আগুনে মৃত ২ বাংলাদেশির পরিচয় মিলেছে

মালদ্বীপে বিদেশি শ্রমিকদের একটি লজিংয়ে অগ্নিকাণ্ডে মৃত ২ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের জরিফ আলী ও রাজিয়া বেগমের মেয়ে আসিয়া বেগম এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের গোলাম ও মালেকার ছেলে উজ্জ্বল।

মালদ্বীপ প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

গুরুতর আহত হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের রোকন মোল্লা ও রহিমার ছেলে তৈয়ব মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মালদ্বীপফায়ার সার্ভিস ও রেয ক্রিসেন্টের উদ্ধার অভিযান।
মালদ্বীপফায়ার সার্ভিস ও রেয ক্রিসেন্টের উদ্ধার অভিযান।

এদিকে বিদেশি শ্রমিকদের একটি লজিংয়ে অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে ফোন করে শোক প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীকে আবদুল্লাহ শহীদ বলেন,’আমরা ধারণা করছি এটি একটি দুর্ঘটনা। এ ঘটনায় তদন্ত চলছে।’

২ বাংলাদেশির মৃত্যুতে শোক প্রকাশ ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান পররাষ্ট্রমন্ত্রী।

মালদ্বীপে আগুনে ২ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু
মালদ্বীপে আগুনে ২ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে রাজধানী মালের মাফান্নুর ইস্কান্দার মাগু এলাকায় প্রবাসী কর্মীদের একটি আবাসিক ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে।

দেশটির ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সেনরোজ নামের ওই ভবনের নিচে গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সবাই ঘুমিয়ে ছিলেন। ভবনটিতে বেশিরভাগ অভিবাসী নারী শ্রমিকরা থাকতেন।

মালদ্বীপ প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

ওই অগ্নিকাণ্ডে মোট ১১ জন বিদেশি শ্রমিক মারা গেছেন। তাদের মধ্যে ৯ জন ভারতীয় এবং ২ জন বাংলাদেশি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!