মলদোভা নিচ্ছে বাংলাদেশি কর্মী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন একে আবদুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা।

প্রথম ব্যাচে ২৮ বাংলাদেশিকে মলদোভার ভিসা দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক খুদেবার্তায় এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, মলদোভায় বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে তারা বাংলাদেশি কর্মী নিতে রাজি হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

প্রথম ব্যাচে ২৮ বাংলাদেশিকে মলদোভার ভিসা দেওয়া হয়েছে। তারা অ্যালুমিনিয়ামের জানালা তৈরির কারখানায় কাজ করবে।

Travelion – Mobile

দেশটিতে এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ। তবে এবার চালু হচ্ছে। মলদোভায় যাওয়ার জন্য আরো ৪০ জনেরও বেশি কর্মী অপেক্ষায় রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়তে পারেন : যুদ্ধ বন্ধ করুন : জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তর-পূর্ব বলকান উপদ্বীপ, দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মলদোভা ইউক্রেন এবং রোমানিয়ার সীমান্তে অবস্থিত। ৩৩,৮৪৩ বর্গ কিমির দেশটির জনসংখ্যা প্রায় ২৬ লাখ। অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক; প্রধান খামার পণ্য হল আঙ্গুর, শীতকালীন গম, ভুট্টা এবং দুগ্ধজাত দ্রব্য।

আকাশযাত্রার ফেসবুক গ্রুপে যোগ দিতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!